‘একটি সুন্দর হাসি’
বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং ই স্যিংয়ের কন্ঠে ‘জেড’ শীর্ষক গান। এখন শোনাবো চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘সর্বশেষ কোমলতা’ শীর্ষক গান। ১৯৯৭ সালের মার্চ মাসে চিয়াং ইউ হেং নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে 'ম্যাপ' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি চীনের সিআন শহরের টিভি কর্তৃক আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। ২০০১ সালে চিয়াং ইউ হেংয়ের নতুন অ্যালবাম প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।