বাংলা

‘একটি সুন্দর হাসি’

CMGPublished: 2024-08-26 10:04:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং সু লংয় ও ও নারী গ্রুপ 'পাইথু'-র কন্ঠে 'একটু মিষ্টতা' শীর্ষক গান। এখন শোনাবো হুয়াং লেই’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। হুয়াং লেইয়ের পিতা একজন অভিনেতা। তিনি চীনের কেন্দ্রীয় পরীক্ষামূলক নাটক একাডেমিতে দশ বছরেরও বেশি সময় নাটকে অভিনয় করেছেন। পাঁচ বছর বয়স থেকে হুয়াং লেই নাটকে অভিনয় করা শুরু করেন। পিতা-মাতা ছাড়াও তাঁর একজন বড় বোন আছে। হুয়াং লেই’র পরিবার খুবই সুখের। তাঁর স্ত্রীও একজন সুন্দর ও বিশিষ্ট অভিনেত্রী। তাঁর দু’টি মেয়ে ও একটি ছেলে আছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং লেই’র কন্ঠে ‘জিজ্ঞাসা’ শীর্ষক গান। এখন শোনাবো নারী কন্ঠশিল্পী সুন শেং সি’র কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: কার জন্য চেষ্টা করি? স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করি? ভালোবাসা বোঝার মতো। সে আমি, সে আমি, আমার ভয় লাগে যে, আমাদের যোগ্যতা নেই। তুমি পালিয়ে গেছো ও কখনও ফিরে আসবে না। Come away come away with me, No more tears no more fears with me, Come away with me। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সুন শেং সি’র কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। এখন শোনাবো কন্ঠশিল্পী চাং ই স্যিংয়ের কন্ঠে ‘জেড’ শীর্ষক গান। ২০১৯ সালের আগষ্ট মাসে ফোর্বস প্রকাশিত চীনের ১০০ জন বিখ্যাত ব্যক্তির নামতালিকায় চাং ই স্যিং ১১তম স্থান লাভ করেন। গানটি গত ২০ মে প্রকাশিত হয়। গানটি তাঁর নতুন তথা চতুর্থ অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। গানটিতে বেইজিং অপেরা ও পপ সংগীতের মিশ্রণ দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn