বাংলা

ফু লোংফেই

CMGPublished: 2024-08-21 11:58:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারিতে ফু লোংফেই ‘নিরাপত্তা’ নামে একটি গান প্রকাশ করেন। গানটিতে চীনের মিং রাজবংশের শেষ দিকের একজন অসামান্য নারী ছিন লিয়াংইয়ু’র গল্প বলা হয়েছে। গানের মাধ্যমে ফু লোংফেই চীনা সংস্কৃতির প্রতি তাঁর গভীর বোঝাপড়া ও ভালোবাসা প্রদর্শন করার পাশাপাশি ছিন লিয়াংইয়ু’র মাধ্যমে যুবকের পরিবার ও দেশ সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন। গানের মাধ্যমে তিনি সাফল্যের সাথে চীনা জনগণের উচ্চাকাঙ্ক্ষা এবং ঐতিহাসিক নায়কদের প্রশংসা করেন।

‘বসন্তের শেষ দিকে বৃষ্টি হয়’ ফু লোংফেই’র গাওয়া একটি গান। গানটিতে সুর-মূর্ছনা এবং বাণীর কাব্যিকতার মাধ্যমে শস্য-বৃষ্টি মৌসুমে প্রাণবন্ত দৃশ্য বর্ণনা করা হয়েছে। শস্য-বৃষ্টি বসন্তকালের সর্বশেষ সৌরপদ, পাশাপাশি একটি কাব্যিক ও মনোরম মৌসুম। এ সব উপাদানের মাধ্যমে গানটি এক ধরনের সম্প্রীতিময় ও প্রাণবন্ত পরিবেশ প্রচার করে। মানুষ এখান থেকে বসন্তের সৌন্দর্য্য এবং প্রকৃতির আকর্ষণীয় শক্তি অনুভব করতে পারে।

কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে জেসেন ফু লোংফেই’র আরেকটি গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘বাগান’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn