বাংলা

ফু লোংফেই

CMGPublished: 2024-08-21 11:58:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফু লোংফেই বা জেসন ১৯৮৮ সালের ২১ মে চীনের কুয়াংতোং প্রদেশের জানচিয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন পপসংগীত শিল্পী, অভিনেতা ও সংগীত প্রযোজক। তিনি কুয়াংচৌ আর্ট স্কুলের স্নাতক।

২০১০ সালে তিনি জেবয়থ্রি নামে গ্রুপে যোগ দেন এবং গ্রুপের প্রধান হন। একই বছরের ডিসেম্বরে গ্রুপটি প্রথম একক গান ‘প্রেমের চুক্তি’ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

বন্ধুরা, শুনছিলেন জেসন ফু লোংফেই’র গান ‘সারভাইভর’। গানটি ছিল ২০১৪ সারের ১৭ নভেম্বরে তাঁর প্রকাশিত প্রথম একক গান। শোবিজ জগতে পা রাখার চার বছর পর তিনি প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে নতুন শিল্পী হিসেবে চীনা ভাষার সংগীত মহলে আসেন। গানটিতে বার বার একটি শব্দ জোরদার করা হয়, সেটি হলো ‘ব্রেক ইট ডাউন’। তার মানে সবই পুরোনো নিয়ম ভাঙ্গা। একই বছরের ১৫ ডিসেম্বরে জেসেন তাঁর দ্বিতীয় একক গান ‘ইনট্রো-কামব্যাক’ প্রকাশ করেন এবং ২৯ ডিসেম্বর তাঁর তৃতীয় গানও প্রকাশ করেন। গানের নাম ‘শেকি পার্টি’। ৩১ ডিসেম্বরে তিনি প্রথম একক ইপি অ্যালবাম ‘সারভাইভর’ প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমি জেসেনের তৃতীয় একক গান ‘শেকি পার্টি’ আপনাদের শোনাবো।

“আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা সবাই জাঁকালো বিষয়-আশয় পছন্দ করতাম। সব কিছুকে বিদায় জানাতে খারাপ লাগে না। আবছা আলোকিত রাতে, অতীতের দৃশ্যগুলো ফুটে ওঠে। তুমি আমাকে যা বলেছিলে তা আমার মনে আছে। সবকিছু সহ্য করবে না। যৌবন নিয়ে যত আক্ষেপ আছে ততই অভিযোগ আছে। প্রতিটি যাত্রা শেষ করতে হয় না। আমি স্বীকার করি, অন্তত আর ভীতু হব না। যখনই ব্যর্থ হই, আবার চেষ্টা করতে হবে।” বন্ধুরা, কথাগুলি জেসেন ফু লোংফেই’ গান ‘প্রতিটি যাত্রা শেষ করতে হয় না’ থেকে নেওয়া। গানটি ২০২৩ সালের ১ সেপ্টেম্বরে অনলাইনে প্রকাশিত হয়। গানটি গাওয়া ছাড়া গানের কথা ও সংগীতও তাঁর সৃষ্টি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn