সিয়ে থিংফেং
১৯৯৮ সালের জুলাই মাসে সিয়ে থিংফেং তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম ‘হোরাইজনস’ রাখার কিছু বিশেষ তাত্পর্য রয়েছে। কারণ এখানকার তিনটি গান তাঁর অভিনয় করা প্রথম চলচ্চিত্রের জন্য রচিত হয়। অ্যালবামে রাখা ‘যদি শুধু এক সপ্তাহ পায়’ গানটির ম্যান্ডারিন সংস্করণ আসলে আরো জনপ্রিয় হয়। গানটি চীনের সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় পরিবেশন করেছেন তিনি। সেটি ‘যদি শুধু এক সপ্তাহ পায়’ গানটির সংগীত ব্যবহার করে, ম্যান্ডারিন লিরিক্স দেওয়া হয়। প্রেমের গান হিসেবে তাঁর গাওয়া এ গানটি খুব উষ্ণ ও সূক্ষ্ম।
“তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ ১৯৯৯” হলো সিয়ে থিংফেংয়ের প্রথম ম্যান্ডারিন অ্যালবাম। এটি ১৯৯৯ সালের ২২ সেপ্টেম্বরে প্রকাশিত হয়। এটি সিয়ে থিংফেংয়ের ‘সিগনেচার অ্যালবাম’। ১২টি গানের মধ্যে অধিকাংশই খুব জনপ্রিয়। শুধু তাইওয়ান অঞ্চলে অ্যালবামের বিক্রয় পরিমাণ ছিল ৩.৩ লাখ। মোট পরিমাণ মিলিয়নের বেশি ছিল। অ্যালবামটি যথাক্রমে চীনা ভাষা ও সংগীত মহলে সিয়ে থিংফেংয়ের দৃঢ়ভিত্তি স্থাপন করে।
সিয়ে থিংফেংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘জেড প্রজাপতি’।