সিয়ে থিংফেং
সিয়ে থিংফেং ১৯৮০ সালের ২৯ আগস্টে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। কুয়াংতোং প্রদেশের ফানইয়ু শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি চীনা ভাষা পপসংগীত মহলের একজন গায়ক, অভিনেতা, সংগীত নির্মাতা, প্রযোজক, উপস্থাপক এবং যুব-শিল্পপতি।
সিয়ে থিংফেং হংকংয়ের একটি শিল্পী-পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন বিখ্যাত শিল্পী এবং মা ১৯৭০-এর দশকে প্রথম মিস হংকং চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে ১৪ বছর বয়সী সিয়ে সংগীত, গিটার ও ড্রাম বাজানো ভালোবেসেছেন এবং সংগীত শিখতে শুরু করেন। ১৯৯৫ সালে সংগীত উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানের টোকিও কলেজ অফ মিউজিকে যান। সে বছর ১৫ বছর বয়সী সিয়ে তাঁর প্রথম গান ‘ভুল বিচার’ সৃষ্টি করেন। গানটি পরে তাঁর ১৯৯৯ সালে প্রকাশিত Believe ‘বিলিভ’ নামে অ্যালবামে রাখা হয়।
‘বিলিভ’, সিয়ে থিংফেংয়ের ১৯৯৯ সালের ২৮ এপ্রিলে প্রকাশিত অ্যালবাম। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত করা হয়। অ্যালবামটি বেশ সাড়া ফেলে। এতে সিয়ে থিংফেংয়ের নিজের সৃষ্ট দু’টো গান রয়েছে। আপনাদের কিছুক্ষণ আগে যে গানটি শুনেছেন, তার মধ্যে অন্যতম। এছাড়া ‘আমি উড়তে চাই’ নামে গানও আছে। সিয়ে থিংফেংয়ের নিজের কথা অনুযায়ী, ‘আমি উড়তে চাই’ হলো অ্যালবামে তাঁর সবচেয়ে পছন্দের গান। জীবনের দুঃখ ও অসহায়ত্বে রুদ্ধবাক অবস্থা ও বিষণ্নতা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে শেষে দৃঢ়তায় পৌঁছার কথা বলা হয়েছে গানটিতে।
১৯৯৬ সালের ২৭ ডিসেম্বর সিয়ে থিংফেং আনুষ্ঠানিকভাবে ফিট্টো রেকর্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে শোবিজ জগতে পা রাখেন। ১৯৯৭ সালের ১৬ মে তিনি প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘মাই অ্যাটিটিউট’ প্রকাশ করেন। এর মধ্যে দু’টো প্রধান গান হংকংয়ের বিভিন্ন পপ চার্টে স্থান পায় এবং জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস প্রেজেন্টেশনে নির্বাচিত হয়। অ্যালবামটি দিয়ে সিয়ে থিংফেং সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন প্রতিভার স্বর্ণ পুরস্কার এবং সেরা জনপ্রিয় নতুন শিল্পী স্বর্ণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার জেতেন। একই বছরের ডিসেম্বরে তিনি ‘নীরব যেন শব্দ দিয়ে’ নামে অ্যালবাম প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি তাঁর ‘মাই অ্যাটিটিউট’ অ্যালবামে রাখা ‘খারাপ অভ্যাস’ নামে গানটি আপনাদের শোনাব। সঙ্গে সঙ্গে শোনাই ‘নীরব যেন শব্দ দিয়ে’ নামে অ্যালবামের শিরো নাম গান, কেমন?