নাইনওয়ান
২০১৯ সালের শেষ নাগাদ নাইনওয়ান, কণ্ঠশিল্পী ক্যাসপারের সঙ্গে ‘খুব বেশি জোয়ার-ভাটা’ শীর্ষক গানটি প্রকাশ করেন। এখানে ভালোবাসায় উঠা-নামা’র কথা বলা হয়েছে। ‘বহু সমস্যা আমরা নিজেই মোকাবিলা করতে শিখে ফেলি। প্রেমের জোয়ারের সামনে, যত বিপদই আসুক না কেন। খুব বেশি সংকট, ব্যর্থতার সম্মুখীন হলেও তা মেনে নিতে ভয় পাই না।’ দু’জন শিল্পী ভিন্ন দেক থেকে একই প্রত্যাশিত ও দৃঢ় মনের অবস্থা ব্যাখ্যা করেছেন। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে আমি গানটি আপনাদের শোনাবো, কেমন? সেই সঙ্গে আরেকটি গান শোনাব, গানের নাম ‘But U’।
আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের নাইনওয়ানের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘কোকাকোলা’।