বাংলা

নাইনওয়ান

CMGPublished: 2024-07-03 11:15:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নাইনওয়ানের আসল নাম চাও সিনইউয়ে। তিনি ১৯৯৮ সালের ১৫ ডিসেম্বরে চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল ভূখণ্ডের একজন গায়িকা ও সংগীতজ্ঞ। তিনি শাংহাই থিয়েটার একাডেমির একজন স্নাতক।

২০১৬ সালের শেষ নাগাদ তিনি লেজিএয়ারে যোগ দেওয়ার মাধ্যমে র‍্যাপের সঙ্গে যোগাযোগের সূচনা করেন। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে তিনি একক গান ‘চোখ বন্ধ করে গান’ প্রকাশ করেন। ১ জুলাই অন্য একটি গান ‘উন্নত অলস ক্যান্সার’ প্রকাশ করেন।

২০১৮ সালের ৪ জানুয়ারি নাইনওয়ান একক গান ‘আমি তোমাকে আর দেখতে চাই না’ প্রকাশ করেন। একই বছরের শেষ নাগাদ তিনি বেইজিং ওয়েইয়োশুয়াং সাংস্কৃতিক মাধ্যমের অধীনে ডব্লিউআর/ওসি লেবেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাদের একজন শিল্পী হন। একই বছর তিনি পরপর ডব্লিউআর/ওসি’র ফ্লো ফেস্টিভ্যাল, ইলেকট্রিক লেডিস মিউজিক ফেস্টিভ্যাল, আফটার স্কুল হাই এইয়ো মিউজিক ফেস্টিভ্যাল এবং বেইজিং/ছেংতু মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেন। বন্ধুরা, তাহলে এখন আমি নাইনওয়ানের ‘আমি তোমাকে আর দেখতে চাই না’ গানটি আপনাদের শুনাব, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব অন্য একটি ইংরেজি নাম গান ‘আইস কিউব’।

২০১৯ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে তিনি এসএক্সএসডব্লিউ বা সাউথ বাই সাউথ ওয়েস্ট, চায়না নাইটে অংশ নেন। এসএক্সএসডব্লিউ হলো প্রতি বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হওয়া বিশ্বের বড় আকারের সংগীতানুষ্ঠান। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা অনেক সংগীতজ্ঞ বা সংগীতদল এ আসরে যোগ দেয়। ছোট বা বড় সকল রেকর্ড কোম্পানি ও তথ্য মাধ্যমের প্রতিনিধিও সেখানে গিয়ে হাজারের বেশি পরিবেশনায় যুক্ত হন। সংগীত উত্সবটির সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তার সবচেয়ে বৈশিষ্ট্যময় বিষয় হলো পরিবেশনার স্থানগুলো খুবই কাছাকাছি। এতে লোকজন সহজ যোগাযোগ এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়। সে বছরের এপ্রিল নাইনওয়ান তাঁর প্রথম অ্যালবাম ‘ডিয়ার এক্স’ প্রকাশ করেন। অ্যালবামটি নেটইজ ক্লাউড সদস্যদের সবচেয়ে প্রিয় অ্যালবামের শীর্ষে তিনে স্থান পায়। জুন মাসে হুয়া চৌ নামে শিল্পীর সঙ্গে তার গাওয়া দ্বৈত গান ‘বেশি করে গরম পানি খাও’ প্রকাশিত হয়। ৫ জুলাই তিনি সারা দেশে একক ভ্রাম্যমান পরিবেশনার আয়োজন করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn