গ্যালাক্সি এক্সপ্রেস
২০২৩ সালে ‘গ্যালাক্সি এক্সপ্রেস’ ‘তোমাকে মিস করার রাতে আমি নিজেকে বলি’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। গানটির লিরিক্স, সংগীত ও গান সবই ব্যান্ডের নিজের। গানটিতে বলা হয়: তোমাকে নিয়ে এত ভাবছি, আমার হৃদয় আমাকে অবশ করে দেয়। যে রাতে আমি তোমার কথা ভাবছি, আমি নিজেকে বলি, এটা মানুষের স্বভাব। তোমার গর্বিত ভঙ্গি আমার থেকে অনেক দূরে যায়, আমি তোমাকে পাগলের মত ভালোবাসি। আমি যে রাতে তোমাকে নিয়ে ভাবি আমি নিজেকে ঘৃণা করি যে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার উদাসীন চেহারা আমাকে ভয় দেখায়, কিন্তু নেশা থামাতে পারছি না। ভুলে গেছি কত দিন আর রাত, গভীরতা না জানা বিন্দুর নেশা দম বন্ধ হওয়ার অনুভূতি। আমি অস্বীকার করতে পারি না। বন্ধুরা, কথাগুলি শুনতে অনেক কষ্ট লাগছে, তাইনা? আশা করি, এ রকম অনুভূতি আমাদের হবে না।
গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ‘গ্যালাক্সি এক্সপ্রেস’ ব্যান্ডটির আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘সকল প্রকার জিনিস’। গানটি চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।