বাংলা

গ্যালাক্সি এক্সপ্রেস

CMGPublished: 2024-06-21 16:00:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘গ্যালাক্সি এক্সপ্রেস’ ব্যান্ডটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রধান গায়ক কুয়ান চিয়ান চিয়া ছেন, গিটার বাদক ও প্রধান গায়িকা শেন হুইওয়েন, ব্যাস বাদক হু হাইশিয়াও, কিবোর্ডিস্ট ছেন লিয়াংচুন এবং ড্রামার লু থং’কে নিয়ে ব্যান্ডটি গঠিত।

বন্ধুরা, শুনছিলেন ‘গ্যালাক্সি এক্সপ্রেসের’ ‘যথেষ্ট’ গানটি। এটি ছিল তাদের চলতি বছরের ১৮ এপ্রিল প্রকাশিত সর্বশেষ গান। আসলে ‘গ্যালাক্সি এক্সপ্রেস’ এটি ‘এক্সপ্রেস ডেলিভারি’ ব্যান্ড। তারা লিরিক্স ও সংগীতকে চিঠি মনে করেন। আমরা সবাই প্রেরক, ব্যান্ডের সদস্যরা মনোযোগ দিয়ে প্রত্যেক ‘বিশেষ’ প্রাপকের কাছে তা পাঠান। ব্যান্ডটির শৈলী বৈশিষ্ট্যময়। তারা সিটিপপ, সাইকেডেলিক রক, ব্লুজ ও ফাঙ্ক স্টাইল- একসাথে মেশান।

২০২২ সালের ১৮ নভেম্বর ব্যান্ড ‘গ্যালাক্সি এক্সপ্রেস’ তাদের প্রথম একক গান ‘মুখ নেই’ প্রকাশ করে। গানটিতে লেখা হয়: পতন সবসময় একটি অপ্রত্যাশিত মুহূর্তে ঘটে। দুর্ঘটনাক্রমে উচ্চ-ভোল্টেজের তারের উপর পা রাখতে চাই না। সারারাত ঘোরাঘুরি করে সোফায় শুয়ে থাকি। আমি যদি তোমাকে পাত্তা না দিতাম, আমি নির্লজ্জ হব না। আমি যদি তোমাকে ভালো না-বাসতাম, আমি দুঃখিত বলব না। আমি শুধু চাই, তোমার প্রতিটি দিন আমার কাছাকাছি থাকুক। দূরে যেও না, আমার হৃদয়ে তুমি সবচেয়ে সুন্দর ফোকাস। বাহ, একজন ভালোবাসলে সবকিছুই রাখতে পারে, তাইনা? যাই হোক, বন্ধুরা, তাহলে এখন আমি ‘মুখ নেই’ গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব একই বছরের ১৫ ডিসেম্বরে তাদের প্রকাশিত ব্যান্ডের শিরোনাম গান ‘গ্যালাক্সি এক্সপ্রেস’।

২০২৩ সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ‘গ্যালাক্সি এক্সপ্রেস’ পরপর ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব’, ‘আজ রাত, আমি বিশেষ করে তোমাকে মিস করি’ এবং ‘প্রেম চেয়ে বেশি’সহ কয়েকটি গান প্রকাশ করে। ৭ মে, ব্যান্ডটি র‍্যাপার কুই বিয়ানের সঙ্গে সহযোগিতা করে, একক গান ‘মিথ্যাবাদী’ গায়। আবার ১৭ নভেম্বরে ব্যান্ড শিল্পী চৌ ইশ্যুয়ানের সঙ্গে একক গান ‘পুষ্প’ গায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn