জু সিংচিয়ে
২০২০ সালের ১২ মার্চ ও ১৭ এপ্রিল জু সিংচিয়ে’ নতুন একক গান ‘রোমান্টিক’ ও ‘আগামী শতাব্দীর প্রথম তুষার’ পরপর প্রকাশিত হয়। দু’টো গানের সংগীত ও কথা এবং কণ্ঠ দেন জু সিংচিয়ে। খুব প্রতিভাবান একজন শিল্পী তিনি, তাইনা?
২০২১ সালের ২ ডিসেম্বরে জু সিংচিয়ে ‘তোমার সাথে এক রাত’ নামে গান প্রকাশ করেন। গানটি ২০২২ সালের ১৭ এপ্রিল তাঁর অ্যালবাম ‘জেলুপ’-এ রাখা হয়। তিনি এবং লিন ইয়ুজি দু’জন গানটিতে কণ্ঠ দেন। দু’জনই গানের সংগীত ও কথা যৌথভাবে রচনা করেন।
জু সিংচিয়ে’র ‘২০০০-এ প্রেম’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি।