বাংলা

জু সিংচিয়ে

CMGPublished: 2024-06-07 14:32:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জু সিংচিয়ে বা জে. জেন ১৯৯৪ সালের ১৭ এপ্রিল চীনের ছোংছিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন পুরুষ গায়ক-গীতিকার, সংগীত প্রযোজক ও জাদুকর ।

২০১৫ সালে তিনি গানের প্রতিভা অনুষ্ঠান ‘দ্য ভয়েস অফ চায়না, সিং! চায়না’য় অংশ নিয়ে ছোংছিং প্রতিযোগিতা অঞ্চলে চ্যাম্পিয়ন হন। পরে তিনি আইছিই’র আইডল ডেভেলপমেন্ট রিয়েলিটি শো ‘কিং অব পপ’-এ অংশ নিয়ে দশম পর্ব অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশের সুযোগ পান। ৭ নভেম্বরে তিনি অন্য পাঁচজন ছেলের সঙ্গে মিস্টার বাইও নামে পুরুষ ব্যান্ড গঠন করে, ব্যান্ডের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

২০১৬ সালের ১১ সেপ্টেম্বর জু সিংচিয়ে একক র‍্যাপ গান ‘মাঝে মাঝে’ প্রকাশ করেন। ২০১৭ সালে তিনি আইছিই’র হিপ-হপ সংগীত প্রতিভা অনুষ্ঠান ‘দ্য র‍্যাপ অফ চায়না’য় অংশ নিয়ে সারা দেশের মধ্যে ৪৬তম স্থান পান। একই বছরে তিনি একটি অপরাধ তদন্ত ও সাসপেন্স নেটওয়ার্ক নাটকে অভিনয় করেন এবং অক্টোবরে তিনি চিয়াংসু টিভির একটি জাদু প্রতিযোগিতা অনুষ্ঠানেও অংশ নেন। ২০১৮ সালের ২৭ জুলাই তিনি একক গান ‘২০১৮ একচেটিয়া স্মৃতি’ প্রকাশ করেন এবং ২০ সেপ্টেম্বরে তিনি প্রথম একক ইপি ‘গ্রীষ্মের মাঝামাঝি রাত’ প্রকাশ করেন। আচ্ছা, এখন আমি জু সিংচিয়ে’র একটি ক্যান্টোনিজ গান আপনাদের শোনাতে চাই, গানের নাম ‘আমাকে অর্ধ মাতাল ছেড়ে দিও’।

বন্ধুরা, ২০১৯ সালের ১৩ মার্চ জু সিংচিয়ে একক ধীর রোমান্টিক গান ‘ভাঁড়’ প্রকাশ করেন। গানটিতে বলা হয়েছে: কালো রাতের কালো পোষাক, আমি পারফর্ম করতে প্রস্তুত। মুখোশের আড়ালে নিজেকে লুকাই। মনে হয়, আর কোনো উপায় নেই। রাস্তার মোড় আলোকিত করা হয়েছে। এখন আমার হাজির হবার পালা। অন্যরা কি বলে পাত্তা দেই না, হয়তো এভাবে আঘাত পাব না। আমি একটা ভাঁড়ের মত, তুমি আমাকে বোকা বানানো দেখো, মঞ্চে উপস্থিত হাত তোমাকে রাস্তার ওপারে নিয়ে যেতে পারব কি?

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn