বাতাসের অপেক্ষা করি
বন্ধুরা, এখন শুনুন সিলিননাইগাও-এর গান ‘কাঁটার মধ্যে ফুল’। গানের কথায় বলা হয়, কাঁটার মাঝে ফুটে থাকা নির্জন ফুল। উজ্জ্বলভাবে বিদ্ধ। কিন্তু সীমাহীন সীমানা বাতাসের বিপরীতে উড়ার রূপরেখা বাড়ুক। সব কিছু হৃদয় দিয়ে বৃদ্ধি পায়। স্বপ্ন বিভ্রান্তিকর হলেও উত্তাল ঢেউ শান্ত করে। হৃদয় ভেঙ্গে যে শব্দ হয় উত্থান-পতন প্রতিরোধ করার সাহস রাখুন।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে চাই সিলিননাইগাও-এর আরেকটি গান, গানের নাম ‘এটা হল প্রেম’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিলিননাইগাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।