বাংলা

বাতাসের অপেক্ষা করি

CMGPublished: 2024-06-04 18:40:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সিলিননাইগাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সিলিননাইগাও, ১৯৯৮ সালের ৩১ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১৭ সালে তিনি চীনের চ্য চিয়াং টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

২০২০ সালে সিলিননাইগাও নারী সংগীত ব্যান্ড হার্ডক্যান্ডিতে যোগ দেন। পরে ব্যান্ডটি ২০২২ সালের ৪ জুলাই ভেঙে যায়। ২০২৩ সালের ২১ জানুয়ারি, সিলিননাইগাও প্রথমবারের মত চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উতসব গালার মঞ্চে উঠে ‘মা ও মেয়ে’ গানটি পরিবেশন করেন।

বন্ধুরা, এখন শুনুন সিলিননাইগাও-এর কণ্ঠে ‘বাতাসের অপেক্ষা করি।’ গানের কথাগুলো এমন: আমি তোমার উল্লেখ করা কবিতা ও দূরত্বের জন্য আকুল। আমি প্রতিবার যাত্রা করার জন্য আকুল। সেই স্বপ্নের জায়গায় গিয়ে সব দুঃখ ভুলে যাই। তোমার দিকে, আলোর দিকে, ভবিষ্যতের পথ। আমি অন্ধকার রাতের পর সূর্য উদয়ের জন্য আকুল। তুমি আমার দিকে যেভাবে তাকাও তার জন্য আমি আকুল। আমি সময় অতিক্রম করার শক্তিতে বিশ্বাস করি। অনন্তকাল সম্পর্কে পুরানো কি বলে। আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন সিলিননাইগাও-এর কণ্ঠে ‘অনুমান করা’। গানের কথাগুলো এমন: আজ তোমার মেজাজ অনুমান করি। তোমার প্রতিক্রিয়া অনুমান করি। প্রতিটি অভিব্যক্তি অনুমান করি। এটি তোমার হৃদয়ে আছে কিনা অনুমান করি। আমি মাঝে মাঝে সেখানে থাকি। আবহাওয়া গরম হোক বা ঠাণ্ডা হোক বা বৃষ্টি হোক আর হিমাঙ্ক হোক। তোমাকে প্রতিদিন দেখতে চাই। আমি প্রতিদিন তোমার কথা ভাবি। তোমার অতীত অভিজ্ঞতা অনুমান করি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn