বাংলা

লি ইয়ুগাং

CMGPublished: 2024-02-28 10:28:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০১১ সালে লি ইয়ুগাংয়ের বৃহদাকার গীতিনৃত্য নাটকের ৩০টিরও বেশি ভ্রাম্যমান শো অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন স্থানে। একই বছর তিনি ‘স্বপ্ন’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি প্রথমবারের মতো সিসিটিভির বসন্ত উত্সব গালায় গান পরিবেশন করেন এবং এরপর সিসিটিভি’র অন্য একটি লণ্ঠন উত্সব গালায় ‘স্বপ্ন’ গানটি পরিবেশন করেন। বন্ধুরা, এখন আমি লি ইয়ুগাংয়ের ‘মাতৃভূমির মহান নদী ও পাহাড়’ নামের গানটি আপনাদেরকে শোনাতে চাই। গানটি ২০২১ সালের ৪ মে একক গান হিসেবে প্রকাশিত হয়।

কেমন লেগেছে গানটি আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। তাইনা? সিসিটিভি’র মঞ্চ চীনের সর্বোচ্চ মঞ্চ। সেখানে পরিবেশন করা অনেক গর্বের বিষয়। ২০১৩ সালে লি ইয়ুগাং আবার সিসিটিভি’র বসন্ত উত্সবে গান পরিবেশন করেন। এবার শেনচৌ-৯ নভোচারীর পরিবেশনার সঙ্গে তিনি ‘ছাং এ’ নামের গানটি পরিবেশন করেন। ২০১৭ সালে তিনি সিসিটিভি’র লণ্ঠন উত্সবের এক সান্ধ্য পার্টিতে ‘ঠিক তোমার সাথে দেখা করি’ গানটি পরিবেশন করেন। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বরে লি ইয়ুগাং ‘আমি এখানে আছি, সবসময়’ গানটি প্রকাশ করেন। আর ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বরে তিনি ‘চীনের কাব্যিক নাম’ গানটি প্রকাশ করেন। তাহলে এখন আমি আপনাদেরকে দুটো গান শোনাতে চাই।

ইয়ুগাংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘জেনারেলের দীর্ঘশ্বাস ’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn