বাংলা

লি ইয়ুগাং

CMGPublished: 2024-02-28 10:28:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লি ইয়ুগাং ১৯৭৮ সালের ২৩ জুলাই চীনের চিলিন প্রদেশের গোংজুলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং চায়না ন্যাশনাল অপেরা অ্যান্ড ডান্স ড্রামা থিয়েটারের জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর অভিনেতা। ঐতিহ্যবাহী চীনা অপেরা, গীতিনাট্যসহ বিভিন্ন শৈল্পিক উপাদান তাঁর পরিবেশনার অন্যতম বৈশিষ্ট্য। ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বেরোনোর পর তিনি চিলিন শিল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু পরিবার দরিদ্র্য হবার কারণে অচিরেই তাঁকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়। ঊনিশ বছর বয়সে তিনি মাত্র দুইশ’ ইউয়ান নিয়ে চাকরি খুঁজতে বের হন।

বন্ধুরা, লি ইয়ুগাংয়ের জীবনের আরও গল্প একটু পরে আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে তাঁর একটি গান শোনাবো, কেমন? গানের নাম ‘ছিংমিং উৎসবে নদীর ধারের দৃশ্য’।

শুনছিলেন লি ইয়ুগাংয়ের গান ‘ছিংমিং উৎসবে নদীর ধারের দৃশ্য’। গানটি ২০১০ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবামে রাখা হয়। গানের নাম চীনের সং রাজবংশের একজন চিত্রশিল্পী জাং জেদুয়ানের আঁকা একটি দীর্ঘ স্ক্রোল থেকে নেওয়া। এতে উত্তর সং রাজবংশের সময় বিয়ানজিং (আজকের হেনান প্রদেশের খাইফেং শহর) এর আশেপাশে সমৃদ্ধির বিশাল মনোরম দৃশ্য এবং মানুষের জীবন চিত্রিত হয়েছে।

২০০৯ সালে লি ইয়ুগাং সিডনি অপেরা হাউসে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং সিডনি পৌর সরকারের ‘সাউদার্ন ক্রস কালচারাল গোল্ড অ্যাওয়ার্ড’ জেতেন। একই বছর তিনি আনুষ্ঠানিকভাবে চায়না ন্যাশনাল অপেরা অ্যান্ড ডান্স ড্রামা থিয়েটারে যোগ দেন। ২০১০ সালে তিনি সারা বিশ্বে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি তাঁর প্রথম অ্যালবাম ‘নতুন মাতাল সৌন্দর্য’ প্রকাশ করেন। বন্ধুরা, এখন আমি লি ইয়ুগাংয়ের একটি কভার সংস্করণ গান আপনাদেরকে শোনাতে চাই, গানের নাম ‘লাল রঙের পোশাক পরা অভিনেত্রী’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn