চীনা কণ্ঠশিল্পী থেংকরি
কণ্ঠশিল্পীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম থেংকরি। তার গান সুন্দরভাবে মঙ্গোলিয়ান সংগীতের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরেছে। তাকে মঙ্গোলিয়ান সংগীতের অন্যতম শ্রেষ্ঠ ও প্রতিনিধিত্বকারী কণ্ঠশিল্পী হিসেবে বিবেচনা করা হয়, তার চীনা সংগীত খাতে ‘জাতীয় ভাণ্ডারের’ খ্যাতিও আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন থেংকরির একটি সুন্দর মঙ্গোলিয়ান ভাষার গান ‘বন্য রাজহাঁস’।গান ১
থেংকরি ১৯৬০ সালে চীনের ইনার-মঙ্গোলিয়ার ওথোকে জন্মগ্রহণ করেন। তার নামের অর্থ মঙ্গোলীয় ভাষায় ‘নীল আকাশ’। চীনে মঙ্গোলীয় জাতি নাচ-গানের জাতি হিসেবে পরিচিত। তাদের প্রায় সবাই ভালো গান গাইতে ও নাচতে পারে। থেংকরির বাবা মা স্থানীয় বিখ্যাত লোকশিল্পী। তাদের প্রভাবে তিনি ছোটবেলা থেকেই গান গাইতে খুব পছন্দ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি একটি আর্ট স্কুলে ভর্তি হয়ে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘সান সিয়ান’ বাজানো শিখেন। এর মাধ্যমে থেংকরি জানতে পারেন যে, তার সংগীত প্রতিভা—সুর রচনা করার দক্ষতা আছে। সংগীত নিয়ে অধ্যয়ন করার জন্য পরে তিনি থিয়ানচিন সংগীত অ্যাকাডমিতে ভর্তি হন, সেখানে সুর রচনার পাশাপাশি তিনি গান গাওয়া শিখেন। সেসময়ই তিনি সংগীত নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।গান ২
থিয়ানচিন সংগীত অ্যাকাডমি থেকে স্নাতক হওয়ার পর থেংকরি চীনের সেন্ট্রাল এথনিক গান ও ডান্স এনসেম্বলে যোগ করেন। তবে এই কাজ তিনি পছন্দ করেন না। ১৯৮৬ সালে তিনি চীনের তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। এতে তিনি নিজ রচিত গান ‘মঙ্গোলিয়ান মানুষ’ গেয়েছেন। প্রতিযোগিতায় পুরস্কার না পেলেও তার পারফরমেন্স ও গান দর্শক পছন্দ করে। যা তাকে গান রচনার উত্সাহ দেয়। পরে ভালো গান রচনার জন্য থেংকরি নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের কু ইউয়ান জেলায় এক বছর থেকে স্থানীয় লোকসংগীত সংগ্রহ করেন। ১৯৮৯ সালে থেংকরি ‘জাতীয় গায়ক প্রতিযোগিতায়’ অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। তার সংগীত জীবনও দ্রুত উন্নত হতে শুরু করে।গান ৩