‘খানিকটা প্রলুব্ধ’
বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘ভালোবাসা যেন ঢেউয়ের মতো’ শীর্ষক গান। আচ্ছা, বন্ধুরা, পরের গানের নাম 'ভালোবাসা শুধু একটি শব্দ'। এটি হলিউডের চীনা কার্টুন চলচ্চিত্র 'লোটাস ল্যান্টার্নের' থিম সংগীত। গানের সুর দারুণ সুন্দর। এর মাধ্যমে ভালোবাসার অর্থ প্রকাশ করা হয়েছে। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং সিন চে’র কন্ঠে ‘ভালোবাসা শুধু একটি শব্দ’ শীর্ষক গান। পরে গানের নাম 'বিশ্বাস'। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়: 'যখন আমি দুঃখের সুর শুনে মনের কষ্ট অনুভব করি, যখন আমি সাদা চাঁদের আলো দেখে তোমার চেহারা স্মরণ করি/ আমি জানি এটা ঠিক না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না/ কে আমার মন ভেঙ্গে দিয়েছে? তুমি!/ আমি জানি রাগ করে কষ্টের কথা বলায় তুমি দূরে চলে গেছো/ যদি আমি তোমাকে চুমু খাই, তবে কি তুমি আমাকে ক্ষমা করবে?/ আমি তোমাকে ভালোবাসি, এটি এক দৃঢ় বিশ্বাস; আমি তোমাকে ভালোবাসি, এটি এক উষ্ণ শক্তি....
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।