বাংলা

লুও ওয়েন ইয়ু-‘অকৃত্রিম তোমাকে ভালবাসি’

CMGPublished: 2023-08-04 20:31:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লুও ওয়েন ইয়ু’র সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র হচ্ছে গিটার। গিটার নিয়ে লেখা তার এই গানে বলা হয়েছে: ‘গিটার বাজিয়ে গুন গুন করে গান গাইলে দিনের বেলাতেও স্বপ্ন দেখতে পাই। আকাশের মেঘ মিকি মাউসের মতো। সোফা যেন বিমানের ফাস্ট ক্লাস আসনের মতো। মিউজিক আমাকে নিয়ে ঘুরে বেড়ায়। কাঠের গিটার বাজিয়ে গান গাইলে মনের মধ্যে সরল আনন্দ জাগে, সব দুঃখের কথা যেন বাতাসে উড়ে যায়।’

লুও ওয়েন ইয়ু’র আরেকটি প্রেমের গান শোনা যাক। ‘গুড ফিলিং’ গানে বলা হয়েছে: ‘তোমার পাশ দিয়ে যাওয়ার সময় তোমার পানে উঁকি মারলাম। আমার হৃত্স্পন্দন যেন ড্রামের মতো দ্রুত হয়ে উঠেছে। তোমার সামনে গিয়ে নিজের পরিচয় দেওয়ার কথা মনে মনে একশ বার রিহার্সেল করেছি। গুড ফিলিং; তোমার জন্য অনেক অনুভূতি আমার। তোমাকে বলতে চাই, কিন্তু হাতে অকারণে ঘাম হয়, মুখের কথা হয়ে যায় এলোমেলো। ’

লুও ওয়েন ইয়ু এফএম ৯১.৮ –এর জন্য রচিত গান ‘শিং ফু চিউ ই তিয়েন পা’ অর্থাত ‘সুখ যেন স্থায়ী হয়’ খুব আনন্দময় ও জনপ্রিয় একটি গান। শুনুন গানটি।

মিউজিককে নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য লুও ওয়েন ইয়ু’কে অচেনা শহরে ঘুরে বেড়াতে হয়েছে। অচেনা শহরের মধ্যে থাকলে একাকী অনুভূতি হয় এবং নিজের দেশের কথা মনে পড়ে। ‘শিয়াং চিয়া’ গানটিতে এমন অনুভূতি প্রকাশিত হয়েছে।

একজন মানুষকে সত্যিকার অর্থে ভালবাসলে তার জন্য সবকিছু করতে ইচ্ছে করে। কিন্তু তারপরও সে মানুষ নাও বুঝতে পারে বা নাও ভালবাসতে পারে। শুনুন ‘আমি সত্যি সত্যি তোমাকে ভালবাসি’ গানটি।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে লুও ওয়েন ইয়ু’র আরেকটি গান শোনাবো। ‘সব দিক থেকে নিখুঁত’ গানটি লুও ওয়েন ইয়ু নিজের বিয়ে অনুষ্ঠানের জন্য রচনা করেন। গানের কথাগুলো এমন: ‘দিন অন্ধকার, বাতাস প্রবল, বাড়ি যাওয়ার পথে আমি তোমার সঙ্গী। তুমি জানো না, তোমাকে ভালবাসতে পেরে কত আনন্দ পাই। আমি হয়তো নিখুঁত মানুষ নই, কিন্তু তোমার জন্য জীবনে প্রথমবারের মতো বিয়ে করার কথা ভাবছি। অনেক দেশে ঘুরে দেখেছি, কিন্তু তোমার পাশে থাকতে চাই। ভেতর থেকে বাইরে তোমাকে পুরোপুরি সুন্দর লাগে। তোমার সঙ্গে কাঁদি, তোমার সঙ্গে হাসি, তোমাকেই মিস করি। তোমাকে পেয়ে জীবন নিখুঁত হয়ে যায়।’

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn