বাংলা

লুও ওয়েন ইয়ু-‘অকৃত্রিম তোমাকে ভালবাসি’

CMGPublished: 2023-08-04 20:31:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, এখন যে-গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়ক লুও ওয়েন ইয়ু’র রচিত ও গাওয়া গান ‘অকৃত্রিম তোমাকে ভালবাসি’। লুও ওয়েন ইয়ু চীনের তাইওয়ানের সুরকার, গীতিকার ও গায়ক। ছোটবেলা থেকে গান ও সঙ্গীত তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ছোটবেলায় তিনি রেস্তোরাঁয় গিটার বাজিয়ে গান গাইতেন। জীবনের খুটিনাটি জিনিস বা অনুভূতি তার গানের অনুপ্রেরণা হয়ে যায়। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম ‘গুড ফিলিং’ প্রকাশিত হয়। আজকের অনুষ্ঠানে এই অ্যালবাম থেকে কয়েকটি গান বেছে নিয়ে আপনাদের শোনাবো। প্রথম গানটি হচ্ছে ‘অকৃত্রিম তোমাকে ভালবাসি’। এ গান তার স্ত্রী জাং ফিংয়ের জন্য লেখা। গানে বলা হয়েছে: ‘অকৃত্রিম তোমাকে ভালবাসি; বসন্তকালের ঘ্রাণের মতো, মেকাপ ছাড়াও তোমাকে অতি সুন্দর লাগে। অকৃত্রিম তোমাকে ভালবাসি; ভোরবেলার বনের মতো। তোমার জন্য সুস্থ জীবন যাপন করতে চাই।’

লুও ওয়েন ইয়ু’র গানে শুধু নিজের ভালবাসার কথা থাকে না। তিনি গানের মাধ্যমে অন্য মানুষকে ভালবাসতেও উত্সাহিত করেন। যেমন, ‘বিউটিফুল লেডি’ গানে তিনি বলছেন: “বিউটিফুল লেডি, নিজেকে ভালবাসা উচিত। বিউটিফুল লেডি, ভেতর থেকে বাইরে সুন্দর হওয়া উচিত। বিউটিফুল লেডি, নিজের সুখ পাওয়ার জন্য চেষ্টা করা উচিত।”

লুও ওয়েন ইয়ু’র গান অধিকাংশই আনন্দের। কিন্তু ‘আজকের রাত চাঁদহীন’ গানটি দুঃখের গান। গানে বলা হয়েছে: ‘বাগানের মধ্যে হালকা ফুলের সুগন্ধ, যে-ফুল তোমার হাতের চাষা। ফুল ফুটেছে, কিন্তু প্রেমের ফুল কুঞ্চিত হয়েছে। তোমার কথা মনে পড়লে আমাদের পরিচিত ওই রেস্তোরাঁয় যাই। খাবারের স্বাদও হারিয়ে গেছে। সেপ্টেম্বর মাসে শহরের মধ্যে জ্যোত্স্না ঠাণ্ডা বিছানায় পড়ে। যদি সম্ভব, চাঁদহীন রাত হোক, অন্ধকারের মধ্যেও বাড়িতে ফিরতে পারি।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn