হাই মিংওয়ে
গভীর চীনা স্টাইলের লিরিক্স ও সঙ্গীতের মাধ্যমে গানটিতে অবিস্মরণীয় কিছু স্মৃতির মাধ্যমে খাঁটি ভালোবাসা বর্ণনা করা হয়। ২০১০ সালের ২৯ এপ্রিল তিনি ক্যান্টনিজ অ্যালবাম “আমার স্মৃতি আমার নয়” প্রকাশ করেন। অ্যালবামে ১৩টি গান এবং এর দু’টো এমভি তৈরি করেন।
আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদেরকে ক্যান্টনিজ অ্যালবামের শিরোনাম সংগীত “আমার স্মৃতি আমার নয়” শোনাব, কেমন? সেসঙ্গে শোনাব তাঁর “ঝরাপাতা” গানটি। শুনুন তাহলে গান দু’টো।
“তোমার প্রতিশ্রুতি” হলো হাই মিংওয়ে ও হংকংয়ের গায়িকা ভিন্সি চ্যানের গাওয়া একটি যৌথ গান। গানটি যথাক্রমে ভিন্সি’র অ্যালবাম “ভিন্সিস প্রেশাস” এবং হাই মিংওয়ে’র “আমার স্মৃতি আমার নয়” অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে চীনা সঙ্গীত জগতের বিরাট স্বীকৃতি পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি যৌথ গানটি আপনাদেরকে শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে।
বন্ধুরা, কেমন লেগেছে গানগুলো? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে হাই মিংওয়ে’র আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘চিরদিন নেই’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভাল লেগেছে।