আমার পৃথিবী
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘পুরাতন শহর লিচিয়াং’ শীর্ষক গান। এখন পর্যন্ত যে গানগুলো আমরা শুনেছি তা পাই ইউ'র 'আমার পৃথিবী' অ্যালবামের গান। এখন আমরা শুনবো এ অ্যালবামের মূল গানটি। অ্যালবামের নামেই গানটির নামকরণ করা হয়েছে 'আমার পৃথিবী'। গানের কথাগুলো এমন: 'আমি জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি এবং লাফিয়ে বাইরে বেড়িয়ে যাই। আমি ঘর হতে বের হতেই সোনালী রোদ আমাকে জড়িয়ে ধরে। আমি আমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করি এবং শীতল বাতাস গায়ে মেখে নৃত্য করতে শুরু করি।'
শুনুন তাহলে শ্রুতিমধুর এ গানটি।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।