বাংলা

আমার পৃথিবী

CMGPublished: 2023-06-05 10:30:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘এই হৃদয় তরুণ’ শীর্ষক গান। বন্ধুরা, পাই ইউ'র গানের রীতিকে আমরা চীনা লোকসংগীত বলে ডাকি। তার গানগুলো কোমল ও ধীরলয়ের। গানের মাধ্যমে শ্রোতাদের সামনে যেন তিনি তুলে ধরেন একেকটি জীবনের ছোট গল্প। রক ও পপ সংগীতের সাথে তুলনা করলে লোকসংগীতে তীব্রতা নেই। নেই দ্রুত ছন্দের চলাচল। এ গানগুলো নদীর পানির মতো আস্তে আস্তে আমাদের মনে প্রবাহিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অস্থিরতা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘অস্থিরতা’ শীর্ষক গান। এখন আমরা শুনবো তাঁর কন্ঠে 'রাতে বাছাই করা সকালের ফুল' নামের একটি গান। 'রাতে বাছাই করা সকালের ফুল' আসলে চীনা বিখ্যাত লেখক লু সুনের একটি প্রবন্ধ-সংকলনের নাম। 'রাতে বাছাই করা সকালের ফুল' বাক্যটির মাধ্যমে একজন প্রবীণের তরুণ কালের কথা স্মরণ করা হয়েছে। অবশ্য এ গানে স্মৃতির পটে ভেসে ওঠা অনেক কথাই উপস্থাপন করা হয়েছে। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘রাতে বাছাই করা সকালের ফুল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিংহাই হ্রদ' শীর্ষক গান শোনাবো। ছিংহাই হ্রদ চীনের খুবই সুন্দর একটি হ্রদ। ওখানে না-গেলে এর সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। সুযোগ পেলে নিশ্চয় একবার এ হ্রদে ঘুরতে যাওয়া উচিত। এখন আমরা পাই ইয়ু'র গানের সুরে সুরে ওখানে বেড়াতে যাবো। চলুন, তাহলে আমরা এ গানটি শুনি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘ছিংহাই হ্রদ’ শীর্ষক গান। আসলে, ছিংহাই হ্রদ ছাড়া, পাই ইউ'র আরেকটি গানও চীনের একটি সুন্দর দর্শনীয় স্থানকে নিয়ে লেখা। গানটির নাম 'পুরাতন শহর লিচিয়াং'। লিচিয়াং চীনের ইউননান প্রদেশের একটি শহর। এই শহরের ইতিহাস অনেক প্রাচীন, ৮ শতাধিক বছরের। শুনুন তাহলে গানটি

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn