‘eyes on me’
বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'কাহিনী' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তারুণ্য দ্রুত শেষ হয়' শীর্ষক গান শোনাবো। এটি একটি চলচ্চিত্রের থিম সংগীত। এই গানের মাধ্যমে তারুণ্যে ছেলে-মেয়েদের প্রেমে পরার অনুভূতি বর্ণনা করা হয়েছে। শুনুন রোমান্টিক এ গানটি।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'তারুণ্য দ্রুত শেষ হয়' শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের বিখ্যাত্ রক ব্যান্ড বিয়ন্ডের পরিচয় দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'ব্ল্যাক প্যান্থার' শীর্ষক গান শোনাবো। ১৯৮৭ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটির প্রধান গায়ক চাং ছি, গিটার প্লেয়ার লি থং, ড্রামার চাও মিং ই, বেস প্লেয়ার ওয়াং ওয়েন চিয়ে ও কিবোর্ড প্লেয়ার হুই ফেং। ১৯৯১ সালে ব্যান্ড ব্ল্যাক প্যান্থার চীনের হংকং ও তাইওয়ানে অ্যালবাম প্রকাশ করে। ২০১৪ সালের মে মাসে ব্যান্ডটি আনহুই প্রদেশের টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ব্যান্ডটির 'লজ্জা' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।