বাংলা

‘দেবদূত’

CMGPublished: 2022-11-24 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ট্যাংকের বড় এক বোন ছিল। সেও হৃদরোগে মারা যায়। বড় বোনের স্মরণে এক কনসার্টে ‘শহরের জ্যোৎস্না’ গানটি পরিবেশন করেন তিনি। গানের কথায় বলা হয়েছে, শহরের জ্যোৎস্না মানুষের স্বপ্নে আলোকিত হয়। জ্যোৎস্না, আমার বদলে তোমার কাছে থাকে, তোমাকে রক্ষা করে। যখন আমাদের ফের মিলন হবে, তখন তোমার সুখের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। বন্ধুরা চলুন, ‘শহরের জ্যোৎস্না’ গানটি শুনবো। গান ৬

এতো চড়াই-উতরাই থাকলেও জীবনের প্রতি ইতিবাচক ও শক্তিশালী মনোভাব ধরে রাখেন ট্যাংক। গানের মাধ্যমে এ মনোভাব ছড়িয়ে দেন সবাইকে। আজকের অনুষ্ঠান শেষে, ট্যাংকের ‘survivor’ গানটি শুনবো। আশা করি সবাই শক্তিশালী মন দিয়ে জীবনের সব বাধা প্রতিরোধ করবেন। গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn