রাকোতোয়ারিভোনি মামিসোয়ার চীনের গল্প
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বলেছেন, ‘আপনি যদি একজন ব্যক্তির সাথে সে বোঝে এমন ভাষায় কথা বলেন, তাহলে সে তা মনে রাখবে। কিন্তু আপনি যদি তার সাথে তার মাতৃভাষায় কথা বলেন, আপনার কথা সরাসরি তার হৃদয়ে যাবে। সেজন্য শিক্ষার্থীদের নিজের মাতৃভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।’
গত মার্চ মাস থেকে চায়না মিডিয়া গ্রুপ নতুন করে ১২টি বিদেশী ভাষা বিভাগ চালু করেছে। এর মাধ্যমে আরও বেশি দেশ ও অঞ্চলের মানুষ সিজিটিএন-এর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মাধ্যমে চীনা কন্ঠ শুনতে পারেন। এর মধ্যে মালাগাসিসহ পাঁচটি আফ্রিকান ভাষাও অন্তর্ভুক্ত আছে। মামিসোয়া বিশ্বাস করেন, গণমাধ্যম চীন-আফ্রিকা সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।