বাংলা

‘গিটারের জেলা’ কুইচৌর চেংআন

CMGPublished: 2024-10-21 15:11:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কিন্তু স্থানীয় সরকার চেং ছুয়ান জিউসহ গিটার উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ধরনের সুবিধা ও পরিষেবা দেওয়া শুরু করে। সেখানে সড়কপথ নির্মিত হয় এবং গিটার শিল্প উদ্যান গড়ে তোলা হয়। উদ্যানটি ১৩০টিরও বেশি প্রতিষ্ঠানকে আকর্ষণ করে। চেংআন অর্থনৈতিক উন্নয়ন এলাকা পরিচালনা ও পরিষেবা কেন্দ্রের পরিচালক চু মেই ফাং সাংবাদিককে বলেন, ‘আমরা সময়মতো প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের চেষ্টা করি; তাদের উন্নয়ন-প্রক্রিয়ায় সমর্থন করি।’

চেং’র কোম্পানির একটি স্লোগান হচ্ছে: ‘বাইরে কাজ করেন কেন? জন্মস্থান হলো কাজের শ্রেষ্ঠ জায়গা।’ বর্তমানে চেংআনের অনেক বাসিন্দা জন্মস্থানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এখন স্থানীয় তরুণ-তরুণীরা গিটার বাজানোর ভিডিও ইন্টারনেটে পোস্ট করেন। এটি নেটিজেনদের দৃষ্টি আকষণ করেছে।

আগে চেংআন জেলার গিটার কারখানা বিদেশী ব্রান্ডের জন্য গিটার উত্পাদন করতো। কিন্তু বর্তমানে তারা নিজেদের ব্রান্ড গড়ে তোলার চেষ্টা করছে।

আমরা জানি, গিটার তৈরীর উপাদান দামি কাঠ। তবে এটি পরিবেশ সুরক্ষার জন্য ভালো না। সেজন্য চেংআন জেলার একটি গিটার তৈরী কোম্পানি বাঁশের গিটার তৈরী নিয়ে গবেষণা করে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি, গিটারের খরচও এতে কমিয়ে আনা সম্ভব হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার চাও জিয়ান ফেং বলেন, ‘আমরা বাঁশ দিয়ে গিটার তৈরী করেছি। এই ধরণের গিটার অ্যাপ্লিকেশনের এর সাথে সংযুক্ত হওয়ার পরে, রিয়েল টাইমে তারবিহীন শব্দ প্রেরণ করতে পারে এবং বিভিন্ন শব্দের ড্রাম মেশিনের অনুষঙ্গ উপলব্ধি করতে পারে। বর্তমানে এ ধরণের গিটার আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পেয়েছে এবং ৩০টি দেশ ও অঞ্চলে রপ্তানি হচ্ছে।’

এ পর্যন্ত চেংআন জেলার নিবন্ধিত ৭৭টি গিটার ব্রান্ড এবং ১৬৮টি পেটেন্ট আছে।

গিটার-শিল্প উন্নয়নের মাধ্যমে চেংআন জেলা বদলে গেছে। জেলার পরিবেশ আরও সুন্দর হয়েছে এবং স্থানীয় অবকাঠামো-ব্যবস্থা উন্নত হয়েছে। জেলায় গিটারের একটি সম্পূর্ণ চেইন গড়ে উঠেছে এবং দেশী-বিদেশী লোকজনের দৃষ্টি আকর্ষণ করেছে ও করছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn