বাংলা

চীনের কৃষিতে নতুন প্রযুক্তি

CMGPublished: 2024-09-29 15:33:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অনুষ্ঠানে লানখাও জেলার ফুথাওজিয়া থানার হে গ্রামের কমিনিস্ট পার্টি কমিটির সম্পাদক চাং শু ফেং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গ্রামটি ইতিবাচকভাবে মিষ্টি মেলন শিল্প উন্নত করে আসছে। গ্রামটির ৩৩ হেক্টর জমিতে মিষ্টি মেলন চাষ হচ্ছে। সারা গ্রামের ২ শতাধিক কৃষক মিষ্টি মেলন শিল্পের কাজ করেন। এ শরতে তাঁরা ফসল ঘরে তুলবেন।

চাং আরও বলেন, আমরা হ্যেনান প্রদেশের কৃষিবিজ্ঞান একাডিমি থেকে বিশিষ্ট মিষ্টি মেলনের জাত কিনেছি। প্রতি কেজি মিষ্টি মেলনের দাম প্রায় চার ইউয়ান। ০.০৬ হেক্টর জমিতে মিষ্টি মেলন চাষ করে ১০ হাজার ইউয়ান আয় করা যায়।

ফসল উত্সব অনুষ্ঠানে লানখাও জেলার ৫জি+উচ্চ মানের ফার্মল্যান্ড কমান্ড ও প্রেরণ প্ল্যাটফর্মের স্ক্রিন দশর্কদের দৃষ্টি আকর্ষণ করে। এতে জেলাটির ইফেং থানার কাছাকাছি চাষ ক্ষেত্রের চারার অবস্থা, আবহাওয়া, কীটপতঙ্গ ও রোগ, এবং আর্দ্রতা দেখা যায়। চায়না মোবাইল গ্রুপের জিনিসের ইন্টারনেট কোম্পানির পণ্য ব্যবস্থাপক দং জি ফেই বলেন, কৃষি ও গ্রামীণ বিভাগগুলোতে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সরঞ্জাম সরবরাহ করার মাধ্যমে, জেলার মধ্যে কৃষিসম্পদ প্রেরণ ও দূরবর্তী ব্যবস্থাপনা অর্জন করা যেতে পারে।

দং আরও বলেন, ভবিষ্যতে কোম্পানি ৫জি, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন অগ্রণী প্রযুক্তি ব্যবহার করে, কৃষি উৎপাদন পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের জন্য, কৃষির সকল দিককে একীকরণ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn