চীনের কৃষিতে নতুন প্রযুক্তি
সম্প্রতি চীনের কৃষকদের ফসল উত্সবের মূল অনুষ্ঠান হ্যেনান প্রদেশের খাইফেং শহরের লানখাও জেলায় আয়োজিত হয়। এটি ছিল চীনের কোটি কোটি কৃষকের উত্সব। চীনা কৃষকরা সাংবাদিকদের জানান, নতুন কাঠামো, নতুন সরঞ্জাম, ও নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ পুনরুজ্জীবনের কাজে ভূমিকা রাখছেন তাঁরা। আজকের অনুষ্ঠানে আমি চীনা গ্রামগুলোর নতুন দৃশ্য তুলে ধরবো।
উত্সবের দিনে, হ্যেনান কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির চেয়ারম্যান ওয়াং লিং কুয়াং ‘হ্যেনান প্রদেশের উচ্চ মান কৃষক প্রতিষ্ঠান গড়ে তোলা ও উদ্ভাবন প্রতিযোগিতার প্রথম পুরস্কার’ লাভ করেন। তিনি বলেন, তাঁর কোম্পানির ভূমির আয়তন ১১ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। চাষ, রোপণ, ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ, স্টোরেজ ও বিপণনের সম্পূর্ণ চেইন গড়ে তোলা ছাড়াও, কোম্পানিটি দশ বছরেরও বেশি সময় ধরে শত শত পেশাদার কৃষককে প্রশিক্ষণ দিয়ে আসছে।
তিনি আরও বলেন, কোম্পানির ভূমিতে চলতি বছরের শরতে ফসল হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিসহ নতুন কৃষি ব্যবস্থাপনার পদ্ধতি চীনা কৃষি শিল্পের প্রধান কাঠামোয় পরিণত হয়েছে। তিনি আরও বেশি তরুণ-তরুণীকে কৃষিকাজে অংশগ্রহণ করতে উত্সাহ দেন।
উত্সবের মূল অনুষ্ঠানে অংশগ্রহণকারী হ্যেনান প্রদেশের হুওছেথৌ কৃষি শিল্প প্রযুক্তি কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক চাং হং ওয়েই সাংবাদিককে বলেন, এবারের অনুষ্ঠানে তাঁরা প্রদর্শন করছেন মাটি আলগা করার একটি বিশেষ যন্ত্র। এটি মাটির মান উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি, শিকড়ের বৃদ্ধি ও বিকাশ, এবং কৃষিপণ্যের গুণমান উন্নয়নে ভূমিকা রাখে।
এদিকে, সিনসিয়াং শহরের হুয়াসি বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির সরঞ্জামগুলো অনেক কৃষকের দৃষ্টি আকর্ষণ করে। কোম্পানির বিক্রয় বিভাগের পরিচালক ইয়াং শি শেং বলেন, তাঁদের সরঞ্জামগুলো কৃষিকাজকে আরও কার্যকর করে তুলতে পারে। এসব সরঞ্জাম বিভিন্ন ধরণের ফসলের খড় সংগ্রহ ও সেগুলো বাইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।