বাংলা

সাঁতারের পোষাক এবং সিংছেং

CMGPublished: 2024-09-21 18:25:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত শতাব্দীর ৯০-এর দশক থেকে সুন সাঁতারের পোষাক উত্পাদন শুরু করেন। তিনি বলেন, প্রথম দিকে আমাদের মাত্র চারটি যন্ত্র ছিল। পরে আমরা একটি ৪০০ বর্গমিটারের কারখানা ভাড়া করি। আস্তে আস্তে আমরা নিজস্ব একটি ৩ হাজারেরও বেশি বর্গমিটারের কারখানা নির্মাণ করেছি। বর্তমানে আমরা একটি ২০ হাজার বর্গমিটারের বাণিজ্যিক মল নির্মাণ করেছি।

সিংছেং সাঁতারের পোষাক শিল্প সমিতির চেয়ারম্যান চাং তং ইউয়ান বলেন, ৩০ বছর আগে আমরা সাঁতারের পোষাক তৈরী শুরু করি। তখন আমাদের ব্যবসা এতো ভালো ছিল না। কিন্তু ই-কমার্স উন্নয়নের পাশাপাশি ২০০৫ সাল থেকে আমরা ইন্টারনেটে সাঁতারের পোষাক বিক্রি শুরু করি। আমরা নিজের ব্রান্ড গড়ে তুলেছি।

তিনি বলেন, তখন তাঁদের বস্ত্র, আনুষাঙ্গিক জিনিস, নকশা এবং গবেষণার ঘাটতি ছিল। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলো এবং শিল্প সমিতির নির্দেশনা ও সহায়তায় তাঁরা বাইরের প্রযুক্তি আয়ত্ব করেন এবং বিশিষ্ট প্রতিভাবান ব্যক্তিদের এ শিল্পের দিকে আকৃষ্ট করেন। বর্তমানে সিংছেংয়ে একটি সম্পূর্ণ সাঁতারের পোষাক উত্পাদন চেইন গড়ে উঠেছে। ২০১৩ সাল থেকে সিংছেংয়ের অনেক সাঁতারের পোষাক উত্পাদনকারী কোম্পানিগুলো বিদেশী কোম্পানির অর্জন, ফ্যাব্রিক গবেষণা ও উন্নয়ন, প্যাটার্ন নকশা, বিদেশী বাজার উন্নয়ন করার মাধ্যমে সফলভাবে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে।

সিংছেংয়ের একটি প্রতিষ্ঠানের সাধারণ পরিচালক চাং চিয়া রুই বলেন, আমাদের পণ্যের ৫০ শতাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় এবং বাকি ৫০ শতাংশ ইউরোপীয় বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে রপ্তানি করা হয়। আমাদের সাঁতারের পোষাকের নতুন নকশা ও উচ্চ মান এসব দেশের মানুষকে আকর্ষণ করে।

বর্তমানে সিংছেং ৫ লাখেরও কম জনসংখ্যার বাস। এটি একটি ছোট জেলা। তবে, এখানে ১.৬ লাখেরও বেশি মানুষ সাঁতারের পোষাকসংশ্লিষ্ট কাজ করেন। সিংছেং শহরের সাঁতারের পোষাক শিল্প সমিতির চেয়ারম্যান চাং তং ইউয়ান বলেন, আমাদের বিদেশে ৩৩টি গুদাম নির্মাণ করার পরিকল্পনা আছে। এ পর্যন্ত ২০টিরও বেশি নির্মিত হয়েছে। অন্তঃদেশীয় ই-কমার্স উন্নয়নের পাশাপাশি, আমরা এক শ বিদেশী গুদাম নির্মাণ করতে চাই।

বর্তমানে সিংছেংয়ে কম্পিউটারাইজড স্বয়ংক্রিয় থ্রেড কাটিং, স্বয়ংক্রিয় স্প্রেডিং মেশিন, স্বয়ংক্রিয় কাটিং মেশিন এবং অন্যান্য উন্নত সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ সম্পর্কে চাং তং ইউয়ান বলেন, এআই প্রযুক্তি সাঁতারের পোষাক উত্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পৃথিবীর যেখানেই রোদ আছে, সেখানেই থাকবে সিংছেং সাঁতারের পোশাক। এটি হলো সিংছেং সরকারের উদ্দেশ্য। তরুণ-তরুণী ক্রমবর্ধমান হারে সাঁতারের পোষাক শিল্পের সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে, যা আশাব্যঞ্জক।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn