বাংলা

সাঁতারের পোষাক এবং সিংছেং

CMGPublished: 2024-09-21 18:25:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে অনেক ছোট নগর আছে। এগুলো দেখতে সাধারণ, তবে বৈদেশিক বাণিজ্যিক শিল্প উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের লিয়াওনিং প্রদেশের সিংছেং শহরের গল্প বলব।

সারা বিশ্বের ২৫ শতাংশ সাঁতারের পোষাক চীনের লিয়াওনিং প্রদেশের সিংছেং শহরে তৈরী হয়। প্রতিবছর সিংছেং শহর ১৯ কোটি সাঁতারের পোষাক উত্পাদন করে। ছোট সাঁতারের পোষাক একটি বড় শিল্পে পরিণত হয়েছে এখানে। মাত্র ৫ লাখ মানুষের ছোট শহর আজ বিশ্বের সাঁতারের পোষাকের শহর।

গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়েছে। তবু, সারা চীনে এখনও গরম লাগে। লিয়াওনিং প্রদেশের সিংছেং শহরের সমুদ্রসৈকতে অনেক পর্যটক আছেন। অধিকাংশ পর্যটক সাঁতারের পোষাক এখান থেকে কিনেছেন। একটি সাঁতারের পোষাকের দোকানের মালিক চাং সং বলেন,

চলতি বছর সাঁতারের পোষাক বিক্রয়ের পরিমাণ বেড়েছে। বিশেষ করে, গ্রীষ্মকালে গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সিংছেংয়ের তৈরী সাঁতারের পোষাক সারা চীনে জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত সিংছেং শহরে সাঁতারসংশ্লিষ্ট পণ্য উত্পাদনের প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজারেরও বেশি হয়েছে। এর মধ্যে ২০ মিলিয়ন ইউয়ানেরও বেশি বার্ষিক আয়সহ ১৫টি মনোনীত আকারের উপরে উদ্যোগ এবং ৫ মিলিয়ন ইউয়ানের বেশি বার্ষিক আউটপুট মূল্যসহ ৩০০টিরও বেশি বড় মাপের উদ্যোগ রয়েছে। সিংছেং শহরের শিল্প ও তথ্যপ্রযুক্তি ব্যুরোর পরিচালক হান ইয়া নান বলেন, বর্তমানে বার্ষিক উত্পাদনের পরিমাণ ১৫ বিলিয়ন ইউয়ান; সারা বিশ্বের প্রতি চারটি সাঁতারের পোশাকের একটি সিংছেংয়ে উত্পাদিত হয়।

সিংছেং শহরের কেন্দ্রীয় স্থানে অবস্থিত একটি সাঁতারের পোষাক উত্পাদন কারখানায় বিদেশী বাণিজ্য আদেশের জন্য শত শত শ্রমিক একত্রে স্নায়বিক ও সুশৃঙ্খলভাবে কাজ করছেন। এ প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সুন লি শুয়াং বলেন, এখন আমার কাছে চিলি থেকে ১ লাখ সেটের একটি অর্ডার আছে। আমরা মাসের শেষ নাগাদ পণ্যের চালান দিতে কাজ করছি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn