বাংলা

চীনা সহায়তায় নির্মিত ক্যামেরুন স্টেডিয়াম

CMGPublished: 2024-09-14 11:41:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আসলে ইয়াউন্ড স্টেডিয়াম ছাড়াও, শহরটিতে আরও বেশ কয়েকটি চীনা সহায়তায় নির্মিত ল্যান্ডমার্ক স্থাপত্য আছে। যেমন, কোঙ্কনা পাহাড়ে অবস্থিত ইয়াউন্ডে সম্মেলনভবন এখনও ক্যামেরুনে অনেক ইনডোর প্রদর্শনীর জন্য প্রথম পছন্দ। চীনা প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত ১৪ তলার ক্যামেরুন জাতীয় পরিষদ ভবন ইয়াউন্ডের নতুন ল্যাডমার্ক স্থাপত্য।

ক্যামেরুনের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার থিওডোর দাতুও সাংবাদিককে বলেন, চীন হলো ক্যামেরুনের আন্তরিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রাজধানী ইয়াউন্ডের পরিবর্তন হচ্ছে। চীনের সহায়তায় নির্মিত জল বিদ্যুত্ কেন্দ্র, হাসপাতাল, সড়ক ও স্টেডিয়াম ক্যামেরুনের চাহিদা পূরণ করছে। ক্যামেরুন চীনকে ধন্যবাদ জানায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn