চীনা সহায়তায় নির্মিত ক্যামেরুন স্টেডিয়াম
সেপ্টেম্বর ১০: চীনা সহায়তায় নির্মিত ক্যামেরুন স্টেডিয়াম সেদেশের রাজধানী ইয়াউন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ২০০৯ সালে চালু হয়। স্টেডিয়ামটি ক্যামেরুন, এমনকি আফ্রিকার মধ্যাঞ্চলের শ্রেষ্ঠ স্টেডিয়াম।
স্টেডিয়ামের প্রধান হেনরি এমবাপ্পে দিবোঙ্গু সাংবাদিককে বলেন, এটি ক্যামেরুনবাসীর জীবনকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।
এদিন সকাল আটটা নাগাদ স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া উত্সাহীরা পৃথক পৃথকভাবে স্টেডিয়ামে প্রবেশ করেন। স্টেডিয়ামের প্রধান হলে ৫ হাজার আসন রয়েছে। স্টেডিয়ামটিতে আগামী নভেম্বরে ২০২৪ সালের আফ্রিকা জুডো ওপেন আয়োজিত হবে।
ক্যামেরুন জুডো ফেডারেশনের কোচ অ্যালেন ক্রিশ্চিয়ান ক্যাঙ্গু বলেন, চীনের সহায়তায় নির্মিত স্টেডিয়ামটিতে আফ্রিকার বিভিন্ন প্রতিযোগিতা ও গেমস আয়োজিত হয়।
ইয়াউন্ড স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও, ক্যামেরুনের জাতীয় দিবস উদযাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন বড় ইভেন্ট আয়োজিত হয়। স্টেডিয়ামটিকে বলা হয় 'ক্যামেরুনের সংস্কৃতি ও ক্রীড়া প্রাসাদ'।
এদিন বিকালে একদল কিশোর, যারা বাস্কেটবল ভালোবাসে, প্রশিক্ষণ নিতে স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ড বাস্কেটবল কোর্টে এসেছিল।
সন্ধ্যায় স্টেডিয়ামটির মূল প্রবেশদ্বারের বাইরের চত্বরে ফোয়ারার জল ছিটানো শুরু হয়। চীন ও ক্যামেরুনের জাতীয় পতাকাগুলো বাতাসে উড়ছে। লাইটে আলোকিত স্টেডিয়াম একটি বিশাল শেলের মতো দেখায়। এদিন রাতে স্টেডিয়ামে একটি কনসার্ট আয়োজন করা হয়।
স্টেডিয়ামের একজন কর্মী বলেন, চীনা বিশেষজ্ঞরা আমাদেরকে অনেক সহায়তা ও প্রশিক্ষণ দিয়েছেন। যখন আমরা ক্যামেরুন-চীন সহযোগিতার কথা উল্লেখ করি, তখন প্রথমে মনে আসবে ইয়াউন্ড স্টেডিয়ামের নাম।