সিনচিয়াংয়ে ৩৬ লাখ হেক্টর পাহাড় ও জলাশয় সংরক্ষণ
গত শতাব্দীর আশির দশক থেকে আকসু নদীর অববাহিকায় বালুঝড় ও প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটছিল। তখন থেকে আকসু এলাকা সমগ্র সমাজের শক্তিকে সংগঠিত করে জল সরানোর জন্য খাল, রাস্তার নেটওয়ার্ক ও আশ্রয়কেন্দ্র স্থাপন নির্মাণ এবং অর্থনৈতিক বনচাষ শুরু করে। বর্তমানে বালুকাময় মরুভূমিটি রীতিমতো মরুদ্যানে পরিণত হয়েছে।
আকসু এলাকার প্রাকৃতিক সম্পদ ব্যুরোর প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত পুনরুদ্ধার বিভাগের পরিচালক ওয়াং হাই তং বলেন, আকসু নদীর পাহাড় ও পানি পরিকল্পনায় আকসু শহর, ওয়েনসু জেলা, আওয়াতি জেলা, উশ জেলা এবং সিনচিয়াং উত্পাদন ও নির্মাণ সামরিক দলের প্রথম বিভাগের আলার শহর অন্তর্ভুক্ত আছে। মোট আয়তন ৩৬.০২৩ হেক্টর। এতে ৩৫টি উপ-প্রকল্প রয়েছে। এর মধ্যে আছে: মরূদ্যানের পরিবেশগত নিরাপত্তা নিশ্চিতকরণ; নদী অববাহিকার জলের বাস্তুসংস্থান রক্ষা ও পুনরুদ্ধার করা; বনের পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা; ইত্যাদি। এসব প্রকল্প বাস্তবায়নের কাজ ২০২১ সালে শুররু হয় এবং তিন বছরের মধ্যে হয়। বর্তমানে আকসু এলাকার ১১টি সড়ক, ৫১টি থানা ও একটি গোষ্ঠী’র বিভিন্ন জাতির নাগরিক বাস্তব পরিবেশগত লভ্যাংশ লাভ করছেন।