সিনচিয়াংয়ে ৩৬ লাখ হেক্টর পাহাড় ও জলাশয় সংরক্ষণ
২০২১ সালে আকসু নদী অববাহিকা পাহাড় ও পানি প্রকল্প, চীনের প্রথম দফা পাহাড়, পানি, বন, চাষের জমি, হ্রদ, তৃণভূমি ও মরুভূমির সমন্বিত সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের নামতালিকায় অন্তর্ভুক্ত হয়।
আকসু এলাকা সামাজিক অর্থ সংগ্রহ করে প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করে। এলাকাটি পরিবেশ+পর্যটন ফর্মুলায় সবুজ উন্নয়নের পদ্ধতি গড়ে তুলেছে।
সম্প্রতি আকসু এলাকার অবসরপ্রাপ্ত বনকর্মী তাইলাইটি তাওয়াইকুলি আবিষ্কার করেন যে, আকসু নদীর দু’তীরের আগের অগোছালো গর্তগুলো ভরাট হয়েছে, নদীর জল পরিষ্কার হয়েছে, তীরের ঢালগুলো সুন্দর হয়েছে, বর্জ্যের গর্তগুলো সমতল হয়েছে, এবং অনুর্বর ঢালগুলো সবুজ হয়ে উঠেছে। তিনি মোবাইলফোনে এসব দৃশ্যের ছবি তোলেন।
তাইলাইটি মনে করেন, তাঁর জীবনে সবচেয়ে গর্বের কাজ হলো কেকেইয়া সবুজায়ন প্রকল্পে অংশগ্রহণ করা। প্রকল্পটি ১৯৯৬ সালে জাতিসংঘের পরিবেশগত সম্পদ সুরক্ষা কমিটির ‘বিশ্বের ৫০০ সেরা স্থান’ শীর্ষক তালিকায় স্থান পায়।
তাকলিমাকান মরুভূমির উত্তর প্রান্তে, চীনের দীর্ঘতম অভ্যন্তরীণ নদী ও বিশ্বের পঞ্চম বৃহত্তম অভ্যন্তরীণ নদী তারিম, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। অনেক নদীর মিলনে তারিম নদীর উত্পত্তি। থিয়ানশান পর্বতমালার দক্ষিণ প্রান্ত থেকে উত্পন্ন হয়েছে এটি। ২০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ আকসু নদী হলো তারিম নদীর উপরের অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সনদী। তারিম নদীর উপরের অংশে তিনটি উত্স প্রবাহ থেকে আসে পানির ৭০ শতাংশেরও বেশি।
আকসু নদী তারিম নদীর মূল স্রোতে পানি সরবরাহ নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, পরিবেশগত পরিবেশের বিবর্তন, এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। আকসু নদী অববাহিকা উত্তরের বালি নিয়ন্ত্রণ বেল্টের দুটি প্রধান পরিবেশগত সুরক্ষা এবং পুনরুদ্ধার প্রকল্পের সাথে জড়িত একটি এলাকা। সমগ্র নদী অববাহিকার সামগ্রিক ও পদ্ধতিগত পরিবেশগত সুরক্ষা এবং পুনরুদ্ধার নিঃসন্দেহে প্রাকৃতিক-অর্থনৈতিক-সামাজিক বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা উন্নত করতে ও তারিম নদীর উপরের অংশের পরিবেশগত ভিত্তি প্রবাহ নিশ্চিত করতে একটি বিশাল ভূমিকা পালন করে।