সিনচিয়াংয়ের ব্যাটারিচালিত মটরসাইকেল প্রসঙ্গ
বছরের প্রথমার্ধে সিনচিয়াংয়ে বাইরে থেকে বিনিয়োগ এসেছে ৪৪০০০ কোটি ইউয়ান
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগ থেকে জানা গেছে, ২০২৪ সালের প্রথমার্ধে সিনচিয়াং ২,৭৯০টি বিনিয়োগ-প্রকল্প বাস্তবায়ন করেছে। অঞ্চলের বাইরে থেকে বিনিয়োগ এসেছে ৪৪৯২৬ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৯৩ শতাংশ বেশি। এর মধ্যে, উত্তর সিনচিয়াংয়ে বাইরে থেকে এসেছে ২৭২৭৪ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৪৫ শতাংশ বেশি।
বছরের প্রথম ৬ মাসে সিনচিয়াংয়ের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চল, আকসু অঞ্চল,ও চ্যাংচি হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে বাইরে থেকে বিনিয়োগ হয়েছে যথাক্রমে ৭২৭৯ কোটি ইউয়ান, ৭১৮৪ কোটি ইউয়ান, এবং ৬৭১৯ কোটি ইউয়ান।
চলতি বছরের প্রথমার্ধে, সিনচিয়াংয়ে ‘আটটি শিল্প ক্লাস্টার’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং এ ক্ষেত্রে অঞ্চলের বাইরে থেকে তহবিল এসেছে ৩৫৮৯৮ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫১ শতাংশ বেশি।
চলতি বছরের শুরু থেকে, স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য অধিদফতর বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।