বাংলা

সিনচিয়াংয়ের ব্যাটারিচালিত মটরসাইকেল প্রসঙ্গ

CMGPublished: 2024-07-26 18:17:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

সম্প্রতি, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাজার তদারকি ও প্রশাসন ব্যুরো, জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য অধিদফতর, ডাক প্রশাসন, উরুমচি বাজার তদারকি ও প্রশাসন ব্যুরোসহ সংশ্লিষ্ট সকল বিভাগের একটি যৌথ সভা আয়োজিত হয়। এ সভায় ব্যাটারিচালিত মটরসাইকেলসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিসংখ্যান অনুসারে, সিনচিয়াংয়ে বর্তমানে বৈদ্যুতিক মটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ। তা ছাড়া, সিনচিয়াংয়ে মাত্র একটি শিল্পপ্রতিষ্ঠান ব্যাটারিচালিত মটরসাইকেল উত্পাদন করে এবং সেগুলো বিক্রয় করে ২২৬৮টি প্রতিষ্ঠান।

চলতি বছরের মে থেকে, সিনচিয়াংয়ের বাজার তদারকি ব্যুরো সম্ভাব্য সুরক্ষা ঝুঁকি দূর করতে এবং জনগণের জীবন ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে, সিনচিয়াংজুড়ে ব্যাটারিচালিত মটরসাইকেলের উত্পাদন, বিক্রয়, রক্ষণাবেক্ষণ, পার্কিং, ও চার্জিংয়ের ক্ষেত্রে একটি বিস্তৃত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে।

আলোচ্য যৌথসভায় বলা হয়, ই-বাণিজ্য প্ল্যাটফর্মগুলোকে ‘গণপ্রজাতন্ত্রী চীনের ই-বাণিজ্য আইন’ এবং অন্যান্য আইন এবং বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে; যোগ্যতা যাচাইকরণ, পণ্য পরিদর্শন এবং পর্যবেক্ষণসহ বিভিন্ন প্রধান দায়িত্বগুলো পালন করতে হবে; ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক মটরসাইকেলের গুণগত মান ও সুরক্ষা নিশ্চিত করতে হবে; এমন বৈদ্যুতিক সাইকেল, ব্যাটারি ও চার্জার বিক্রয় করা যাবে না, যা আইন অনুযায়ী বিক্রয়ের জন্য অনুমোদন পায়নি; তাত্ক্ষণিক বিতরণ প্ল্যাটফর্মগুলোর বিতরণব্যবস্থাপনার উন্নতি ঘটাতে হবে; রাস্তায় চলাচলের জন্য অনুপযুক্ত মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn