কলকাতায় চীনা কনসাল জেনারেল সুই ওয়েইয়ের শান্তিনিকেতন পরিদর্শন
তারপর কনসাল জেনারেল সুই ওয়েই বৃষ্টির মধ্যে শান্তিনিকেতনের কাছে উপজাতীয় গ্রামে স্থানীয় দাতব্য সংস্থা ‘বি অ্যান্ড মেক’ স্থাপিত পাঠদান কেন্দ্রে যান।
তিনি সংস্থাকে কিছু অনুদান দেন এবং বাচ্চাদের পড়াশোনার জন্য কাগজকলম হস্তান্তর করেন। স্বেচ্ছাসেবক শিক্ষক এবং শিশুরা আনন্দ ও কৃতজ্ঞতার সাথে কবিতা আবৃত্তি, লোকগান এবং নৃত্য পরিবেশন করে এবং কনসাল জেনারেল সুই ওয়েইকে একসাথে নারকেল গাছ লাগানোর আমন্ত্রণ জানায়।