বাংলা

কলকাতায় চীনা কনসাল জেনারেল সুই ওয়েইয়ের শান্তিনিকেতন পরিদর্শন

CMGPublished: 2024-07-12 22:14:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি বলেন, চীন-ভারত মৈত্রী সুদীর্ঘ দিনের। কনসাল জেনারেল বিভিন্ন মহলের ব্যক্তিত্বের সাথে দু’দেশের মধ্যে বেসরকারি বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান জোরদার করতে অব্যাহত প্রচেষ্টা চালাবেন। তিনি চীন ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের উন্নয়নের তারুণ্যের শক্তি হয়ে উঠার জন্য, শিক্ষার্থীদের চীনা ভাষা ও চীনা সংস্কৃতি শেখার উৎসাহ দেন।

চীনাভবনের শিক্ষক ও শিক্ষার্থীরা কনসাল জেনারেল সুই ওয়েই এবং তার প্রতিনিধিদলকে উষ্ণভাবে স্বাগত জানায়। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও নৃত্য, চীনা শাস্ত্রীয় নৃত্য ও কাগজ কাটা ক্যালিগ্রাফি পরিবেশন করে।

তারা চীনা ভাষায় ‘আগামীকাল আরও ভাল হবে’ গান গায় এবং ‘ড্রাগন ও হাতির যূথবদ্ধ-নৃত্য’ ধারণা প্রজন্ম থেকে প্রজন্মে বন্ধুত্বের সন্ধানে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn