গ্রাম সম্পাদক হু শান সিন-এর গল্প
৩১ বছর আগে হাইস্কুল ডিগ্রিধারী হু শান সিন হ্যেনান প্রদেশের গুয়াংশান জেলার শুয়াইওয়া গ্রামের চীনা কমিনিস্ট পার্টির (সিপিসি) সম্পাদকের পদে নিযুক্ত হন। ২৮ বছর বয়সেই তিনি গ্রামের সর্বোচ্চ কর্মকর্তায় পরিণত হন। শুরুতে তাঁর ভয় লেগেছিল।
গ্রামে প্রথমবার সিপিসি'র সদস্যসম্মেলনের আগে হু শান সিন তিন দিন ধরে তার ভাষণ মুখস্থ করেছিলেন। তার মনে তখন অনেক প্রশ্ন: কিভাবে একজন ভাল সম্পাদক হতে পারি? কিভাবে গ্রামবাসীকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারি? কিভাবে গ্রামবাসীকে দারিদ্র্যমুক্ত করা যাবে? তিনি যত চিন্তা করেন, ততই তার মনে ভয় আরও জেঁকে বসে।
প্রথম সম্মেলনে যদিও ৪০ জন অংশগ্রহণকারীই ছিল তাঁর সুপরিচিত, তবুও তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন। তিনি প্রথমে তিন মিনিটের মতো সময় কিছুই বলতে পারেননি। পুরাতন সদস্য জেং চাও হুয়া তখন বলে ওঠেন: তুমি কিছু বলবে না? আমাদের মাত্র তিনটি দাবি। প্রথমত, আমরা খাবার চাই; দ্বিতীয়ত, নতুন সড়ক চাই; এবং তৃতীয়ত, বসন্ত উত্সবের সময় মাংস খেতে চাই।
এ কথা শোনার পর হু শান সিন আরও উদ্বুদ্ধ হন। তখন উপ-সম্পাদক তাই সিউ ছেং বলেন, এটি হলো আমাদের দাবি। আমি বিশ্বাস করি, হু শান সিন ভালভাবে তাঁর কাজ করতে পারবেন।
হু শান সিন কিছু বললেন না। কিন্তু সবাইকে লক্ষ্য করে তিনি মাথা ঝাকালেন। তখন থেকে হু'র মনে এই তিনটি দাবির কথা গেঁথে যায়।
শুয়াইওয়া গ্রাম দাবিয়েশা পাহাড়ের উত্তর দিকে অবস্থিত। গ্রামের লোকসংখ্যা ২ হাজারেরও বেশি। কৃষিজমির আয়তন খুবই কম। মাটির চেয়ার, মাটির বিছানা, পূর্ব দিকে সূর্য, পশ্চিম দিকে মাটির জানালা। সূর্য ছাড়া কোনো সম্পদ নেই। এটি হলো শুয়াইওয়া মানুষের মুখের ছড়া। এতে স্থানীয় বাসিন্দাদের দরিদ্র জীবন প্রতিফলিত হয়।
হু শান সি লেখাপড়ার সময় কষ্ট করেছেন। গ্রামের সম্পাদক হওয়ার পর প্রথম দিকে তাঁর হাতে ছিল মাত্র ৩০ ইউয়ান। বন্ধুদেরকে খাওয়ানোর টাকা ছিল না। ২৮ বছর বয়সী হু শান সিন পাহাড়ের মতো শক্তিশালী। কিন্তু এত ভারি দায়িত্ব তাঁর জন্যও অনেক কঠিন।