বাংলা

চীনা প্রতিষ্ঠানের তৈরি লেসোথোর জল পরিবহণ টানেল নির্মাণ প্রকল্প

CMGPublished: 2024-04-06 18:03:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বের স্বল্পোন্নত ল্যান্ড-লকড দেশগুলোর একটি, অর্থনৈতিক উন্নয়নের জন্য লেসোথোর চাহিদা ও চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। চীনের সহায়তা স্থানীয় নাগরিকদের উপকার করেছে এবং লেসোথোর আর্থ-সামাজিক উন্নয়ন জোরদার হয়েছে। দু’দেশের মৈত্রী আরো গভীর হয়েছে। প্রকল্পটিতে লেসোথো’র কর্মী সেকোলা লেটুকা এ সম্পর্কে বলেন,

চীনা প্রতিষ্ঠানগুলো শুধু আমাদেরকে টানেল নির্মাণে সহায়তা করেছে তাই নয়, বরং আমাদেরকে নির্মাণের প্রযুক্তি ও অভিজ্ঞতা শিখিয়েছে। আমরা চীনা কোম্পানির কাছ থেকে কাজের সময়ানুবর্তিতার গুরুত্বও শিখেছি। এগুলো লেসোথোকে অনেক উপকার করেছে।

লেসোথো হাইল্যান্ড জল সরবরাহ প্রকল্পের নির্মাণ যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণের ক্ষেত্রে অবদান রেখেছে। সেকোলা লেটুকা এ সম্পর্কে বলেন,

আমাদের অবকাঠামোর নির্মাণে বিরাট পরিবর্তন হয়েছে। প্রকল্পটি ১৪০০ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ ছাড়া আরো বেশি বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করেছে। স্থানীয় মানুষ প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পেয়েছেন। যা স্থানীয় বিভিন্ন খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn