বাংলা

‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে চীন-নাউরু সহযোগিতা দ্রুত উন্নীত হচ্ছে

CMGPublished: 2024-04-01 11:11:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৬: প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপদেশ নাউরু বিষুবরেখা থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেশটি প্রশান্ত মহাসাগরে ‘স্বর্গ দ্বীপ’ নামেও পরিচিত। এর প্রাকৃতিক পরিবেশ ফসল চাষের জন্য উপযুক্ত নয়। সবজি ও ফল সাধারণত আমদানি করা হয়। তবে চীনের জুনকাও প্রযুক্তি শিগগিরই এই পরিস্থিতি পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে চীন-নাউরু সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরবো।

এ বছরের বসন্তকালে নাউরুর পরিবেশ পরিচালনা ও কৃষিমন্ত্রণালয়ের কর্মকর্তা হেস-টেক্কে ফোয়েলেপ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জুনকাও প্রযুক্তি প্রশিক্ষণ ক্লাসে নাউরুর প্রথম ছাত্র হয়েছেন। জুনকাও প্রযুক্তির উদ্ভাবক ৮০ বছর বয়সী অধ্যাপক লিন চান সি ফিজিতে গিয়ে তাঁদেরকে প্রযুক্তি বিষয়ে শিক্ষা দেন।

গত জানুয়ারিতে চীন নাউরু’র সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে। দু’দেশের জনগণ যৌথভাবে মৈত্রীর নতুন ইতিহাস শুরু করেছে।

গত ২৫ মার্চ চীন সফরের সময় নাউরু’র প্রেসিডেন্ট ডেভিড রানিবোক আদিয়াং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে সি বলেন, চীন-নাউরু সম্পর্ক উন্নয়নে দু’দেশের জনগণের ভালো হবে। আদিয়াং চীনা অভিজ্ঞতা থেকে শেখা এবং চীনের সঙ্গে ফলপ্রসূ ও পারস্পরিক কল্যাণের অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে তার দেশের আগ্রহের কথা জানান।

দুই নেতা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে নির্মাণ, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন ও কৃষির ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে ফোয়েলেপ ফিজিতে সপ্তাহব্যাপী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ জুনকাও প্রযুক্তি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি স্থানীয় জুনকাও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন করেছেন, অনুশীলনে মাশরুম চাষ শিখেছেন, মাশরুম সংগ্রহ করেছেন এবং টেকসই উন্নয়ন কৌশল বুঝেছেন এবং মূল্যবান অভিজ্ঞতা লাভ করেছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn