বাংলা

কেনিয়ায় অবকাঠামো নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তা

CMGPublished: 2024-03-11 09:49:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা প্রতিষ্ঠানগুলো নিজস্ব উত্পাদন-পদ্ধতি কেনিয়ায় নিয়ে গেছে এবং স্থানীয় জনগণ তা শিখছে। এর মাধ্যমে কেনিয়ার উন্নয়নের নিজস্ব সামর্থ্য ক্রমশ বাড়ছে। এ সম্পর্কে লি উ হুয়া বলেন, 'কেনিয়ার আবাসিকভবন বাজারে আমাদের বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে: স্থানীয় প্রযুক্তিকে উন্নত করা, স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, এবং চীনের শ্রেষ্ঠ প্রযুক্তি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় কেনিয়ায় সরবরাহ করা। এ পর্যন্ত আমাদের উত্পাদন-কেন্দ্রগুলোতে প্রযুক্তি খাতে স্থায়ী কর্মসংস্থান হয়েছে প্রায় দুই শ। পরিকল্পনা অনুসারে, কেনিয়ায় আমরা এ খাতে প্রায় ২৫০০টি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।'

পেপিলা এডউইন হলেন নাইভাশার একজন উদ্যানরক্ষক। ২০১৪ সালে তিনি উ ই কোম্পানিতে কাঠের কাজ শিখেছেন। বর্তমানে তিনি গবেষণা ও উত্পাদনকেন্দ্রের একটি গ্রুপের প্রধান। তিনি মনে করেন, চীনের উ ই কোম্পানি তাঁর কর্মদক্ষতা বাড়িয়েছে। তিনি বলেন, 'এখানে কাজ করা আমার সামর্থ্য উন্নয়নের জন্য অনেক সহায়ক। প্রথমে আমি কিছু সহজ কাজ করতাম। পরে আমি কাঠের কাজ শিখেছি। এখন আমি এ গ্রুপের প্রধানে পরিণত হয়েছি। আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। এখানে কাজ করার আগে আমার কোনো চাষক্ষেত্র ছিল না। কিন্তু এখন আমি বিয়ে করেছি এবং নতুন গৃহ নির্মাণ করেছি। কাঠের কাজ শেখার পর আমি নিজে নিজেই কাঠের আসবাবপত্র তৈরি করতে পারি। আমি এখন নিজের গাড়ি কিনতে চাই।'

স্থানীয় নাগরিকদের সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কও অনেক ঘনিষ্ঠ। এ সম্পর্কে লিন ই হুয়া বলেন: 'কেনিয়ার পশ্চিমাঞ্চলে আমরা স্থানীয় নাগরিকদের জন্য পুকুর তৈরি করে দিয়েছি। সেখানে একটা স্কুলও নির্মাণ করি আমরা। দুর্যোগের সময়ে আমরা স্থানীয় নাগরিকদেরকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতাম। আমরা কেনিয়ায় সামাজিক দায়িত্বও পালন করে থাকি। আমাদের ৯০ শতাংশ কর্মী হল স্থানীয় নাগরিক।'

কেনিয়ার রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা মনে করেন, প্রেসিডেন্ট কেনিয়াত্তার 'স্বল্প মূল্যের আবাসিকভন নির্মাণ প্রকল্প'-এর ফলে রিয়েল এস্টেট ব্যবসা চলতি বছর আরও চাঙ্গা হবে। চীনের উ ই কোম্পানির কেনিয়া শাখার চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর কমিটির সম্পাদক ওয়াং শু ওয়েন বলেন, দু'দেশ গৃহ নির্মাণ খাতে সহযোগিতা জোরদার করবে। তিনি বলেন, 'আমরা চীনের শ্রেষ্ঠ প্রযুক্তি কেনিয়ায় এনেছি। আমরা এক্ষেত্রে কেনিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে চাই এবং পারস্পরিক অভিন্ন কল্যাণের লক্ষ্যে কাজ করতে আগ্রহী। আমরা আশা করি, কেনিয়ার আবাসিকভবন নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে আমরা সফল হবো।'

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn