বাংলা

চেচিয়াংয়ের লিশুই প্রাচীণ গ্রামের পর্যটন সম্পদ

CMGPublished: 2024-02-24 18:24:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গ্রামবাসী উ জুন ছেং এ-পরিবর্তন অনুভব করেন। বর্তমানে তিনি গ্রামে উদ্যান রক্ষণাবেক্ষণের কাজ করছেন। তিনি আগের মতো বাইরে কাজ খোঁজেন না। এ সম্পর্কে তিনি বলেন, "নিজের গ্রামের উদ্যান সংরক্ষণ, সবুজীকরণ, পানি ঢালা, ঘাস তোলা ইত্যাদি কাজ করলে আমার প্রতিমাসে আয় হয় প্রায় ৩ হাজার ইউয়ান। আগে আমি ফুল চাষ করতাম; সময় পেলে কিছু পার্ট টাইম কাজ করতাম। কিন্তু পার্ট টাইম কাজ করার জায়গা নিজের বাড়ি থেকে অনেক দূর। আমার অনেক অসুবিধা ছিল।"

উ জু ছেং বলেন, লিয়ানচং গ্রুপ তার পুরাতন ঘর মেরামত করেছে। প্রতিবছ গ্রুপটি তাকে ভাড়া দেয় এবং তার কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে। তিনি আরও বলেন, "আমার ঘর এখন একটি কফি শপ। আমার ঘরের বয়স শতাধিক বছর। আমার অনেক আত্মীয় ও বন্ধু আমাকে হিংসা করে। আমার বড় বোনের এখন ৭২ বছর বয়স। তিনি বলেন, যদি আগে জানতাম আমাদের গ্রামটি এতো সুন্দর হবে, তাহলে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হতাম না।"

লিয়ানদু জেলার কৃষি কার্যালয়ের উপ-পরিচালক শাং চুও ফাং বলেন, "সিয়ানানশান গ্রামের বাসিন্দারা তাদের ভূমি ও গৃহ ব্যবহার অধিকার আমাদের দিয়েছে এবং আমরা পর্যটন-ব্যবসা চালাই। আমাদের সহযোগিতাচুক্তির মেয়াদ ৩১ বছর। প্রতিবছর আমরা গ্রামবাসীদের নির্ধারিত মুনাফা দিয়ে থাকি। এর মধ্যে ৭০ শতাংশ গ্রামবাসীকে মুনাফা দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা গ্রামের ঘর ভাড়া করি। আয়ের একটা অংশ বাসিন্দাদের দেওয়া হয়। এখন আমরা গ্রামটির পরিচালনা, অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনা করছি। এর মাধ্যমে গ্রামবাসীরা নিয়মিত আয় করতে পারছে।"

শাং জুও ফাং বলেন, সিয়ানানশান গ্রাম ব্যবস্থাপনা ও উন্নয়নের অভিজ্ঞতা চীনের অন্যান্য ঐতিহ্যগত গ্রামের সুরক্ষা ও উন্নয়নেও কাজে লাগতে পারে। ভবিষ্যতে লিয়ানদু জেলা আরেক ধাপে ঐতিহ্যগত গ্রাম পুনরুদ্ধার করবে এবং আরও বেশি প্রাচীণ গ্রাম সুরক্ষা ও উন্নয়নের আওতায় আনবে। "বর্তমান আমাদের জেলায় ২০৮টি প্রশাসনিক গ্রাম রয়েছে। স্থানীয় কৃষি কার্যালয় পরিদর্শনের মাধ্যমে আরও দশটি গ্রাম বাছাই করেছে।"

'পাহাড় আছে, পানি আছে, আছে জন্মস্থানের অনুভূতি'—এটা হচ্ছে সিয়ানানশান গ্রামের শ্লোগান। সাম্প্রতিক বছরগুলোতে চেচিয়াং প্রদেশ গ্রাম পুনরুদ্ধারের পরিকল্পনা কার্যকর করে এবং ইতিবাচকভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগত গ্রামের সমৃদ্ধ ও উন্নয়ন ত্বরান্বিত করতে থাকে। এ পর্যন্ত ছয় দফায় ২৫৯টি ঐতিহাসিক সাংস্কৃতিক গ্রাম ও ১২৮২টি গ্রাম সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn