বয়স্কদের সম্মান ও ছোটদের স্নেহ করার গুণ (১)
মঙ্গোলিয়ানরা প্রবীণদের সম্মান করার পরামর্শ দেয়। তাদের মধ্যে প্রচলিত একটি প্রবাদ হচ্ছে: "জামাকাপড়ের কলার আছে, এবং মানুষের বড় ভাই আছে। আপনার বড়দের সাত গুণ এবং আপনার ভাইদের তিন গুণ সম্মান করা উচিত।” যদি একজন বয়স্ক প্রবীণ পরিবারে আসেন, তবে তাকে অবশ্যই তার কাছে যেতে হবে এবং ঘোড়াটি তুলে বেঁধে রাখতে হবে। প্রবীণ যখন চলে যেতে চান, তাকে অবশ্যই ঘোড়ার জিন পরতে সাহায্য করতে হবে। আপনি যদি রাস্তায় একজন প্রবীণের সাথে দেখা করেন, তবে ছোটটিকে অবশ্যই ঘোড়া থেকে নামতে হবে বা ধীরে ধীরে হেঁটে যেতে হবে এবং তাদের আন্তরিকভাবে এবং সক্রিয়ভাবে অভ্যর্থনা জানাতে হবে।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।