সিনচিয়াংয়ে বিভিন্ন জাতির মানুষের দেখা-সাক্ষাতের আদব
সিনচিয়াংয়ের রুশরা একটি উষ্ণ ও প্রফুল্ল জাতি। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব পরম্পরের মঙ্ড়ে মিলিত হয়, তখন তাঁরা সাধারণত একে অপরকে আলিঙ্গন করে এবং কপালে চুম্বন করে। পরিচিতরা প্রতিদিন প্রথমবার দেখা হলে একে অপরকে শুভেচ্ছা জানায়।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।