বাংলা

সিনচিয়াংয়ে বিভিন্ন জাতির মানুষের দেখা-সাক্ষাতের আদব

CMGPublished: 2024-01-26 16:02:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

সিনচিয়াংয়ের সকল জাতির মানুষ ভদ্রতা ও শিষ্টাচারের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। দেখা হলে তাঁরা একে অপরকে অভিবাদন জানায়, একে অপরের খোঁজ-খবর নেয়। আপনি যদি প্রথমবারের মতো সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘুদের সংস্পর্শে আসেন, আপনি কেবল তাদের চেহারা দেখেই মুগ্ধ হবেন না, তাদের শিষ্টাচারও আপনাকে আকৃষ্ট করবে।

উইঘুর, উজবেক এবং অন্যান্য জাতির পুরুষরা যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন তাঁরা প্রথমে তাদের ডান হাত বাম বুকের উপর রাখে, শরীরের উপরিভাগ সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে দেয়, একে অপরের দিকে ডান হাত প্রসারিত করে, এবং সবশেষে একে অপরের পিঠ হালকা করে চাপড়ে দেয়। তাঁরা একে অপরকে সালাম দেয়। আপনি যদি বিশিষ্ট অতিথি বা বয়োজ্যেষ্ঠদের মুখোমুখি হন, তাহলে আপনাকে তাদের শিষ্টাচার অনুসারে, বুকের উপর হাত রাখতে হবে, মাথা খানিকটা সামনে ঝুকাতে হবে, এবং মুখে ‘সালাম’ বলতে হবে। এটাই শিষ্টাচার ও সৌজন্য। করমর্দনের জন্য আপনার হাতও প্রসারিত করতে পারেন। যখন মহিলারা একে অপরের সাথে দেখা করে, তখন উরুমচি, কাশগড় এবং অন্যান্য স্থানের মহিলারা একে অপরকে আলিঙ্গন করে, তাদের গাল স্পর্শ করে এবং তারপর একে অপরকে অভিবাদন জানায়। অন্যান্য এলাকায় মহিলারাও একে অপরের সাথে করমর্দন করে। দীর্ঘ সময় পর দেখা হলে, তাঁরা একে অপরের পরিবারের খোঁজ-খবরও নেবে। তবে, সিনচিয়াংয়ে পুরুষ ও মহিলারা একে অপরের সাথে করমর্দন করে না, শুধু মুখে ‘সালাম’ বলে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn