বাংলা

চীনের আবাসিক আসবাবপত্রের নগর শুনতে

CMGPublished: 2024-01-22 10:01:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শিল্প নগর উন্নয়নের সংস্কার ও পরিকল্পনা অপারেশনসের দায়িত্বশীল কর্মকর্তা, কুয়াংতং থংথিয়ান বিনিয়োগ পরিচালনা কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মাদাম ফেং চিয়া নিং বলেন, 'গত শতাব্দীর ৮০-র দশকে এখানে মাত্র একটি টেক্সটাইল কারখানা ছিল। কিন্তু বর্তমানে শুনতে হল একটি শিল্প ঘাঁটি। আমরা সম্পদ সমন্বয় ও সংযুক্ত করার মাধ্যমে বিনিয়োগ সংগ্রহ করি। বর্তমানে শুনতে আঞ্চলিক শিল্প ব্র্যান্ড, প্রতিষ্ঠান ও ডিজাইনার প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। কার্যালয় ভবন ছাড়াও আমরা শিল্প নকশা যাদুঘর, বিজ্ঞান গবেষণালয় ও আন্তর্জাতিক নকশা কেন্দ্র নির্মাণ করেছি।'

ফেং চিয়া নিং বলেন, শিল্প ঘাঁটিতে ছয়টি গণসেবার প্ল্যাটফর্ম নির্মিত হয়েছে। প্ল্যাটফর্মগুলো শিল্প, তথ্য ও প্রযুক্তির গবেষণা, ব্র্যান্ডের প্রচার, প্রতিভাবান ব্যক্তি সংগ্রহ, সাফল্যের পরিবর্তন এবং বাজারের বাণিজ্যের জন্য ধারাবাহিক সেবা সরবরাহ করে।

১০ বছরের প্রচেষ্টায় কুয়াংতং শিল্প ও নকশা ঘাঁটিতে ৮ হাজার ডিজাইনার এবং ২৫০টি প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। এখানে শুধু পণ্য নয়, বরং প্রতিভাবান ব্যক্তি ও গণসেবা সৃষ্টি হয়। এ সম্পর্কে কুয়াংতং শুনতে শিল্প ও নকশা গবেষণালয়ের উপ প্রধান ও প্রধান প্রকৌশলী রেন স্যিয়াও লং বলেন, 'আমাদের এখানে রাজনীতি, প্রতিষ্ঠান, পণ্ডিত ও গবেষণা অন্তর্ভুক্ত। এছাড়াও আমাদের ১২০ জনেরও বেশি কর্মী নিয়ে গঠিত বিজ্ঞান গবেষণা দল আছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা করি। নিজস্ব গবেষণার পরিকল্পনার মাধ্যমে আমরা শিল্পায়ন ও সম্পত্তি অধিকারের সমন্বিত উন্নয়ন করি। বর্তমানে আমাদের গবেষণালয় কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করছে। আমরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্ল্যাটফর্মে পরিণত হয়েছি।'

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn