বাংলা

চীনের আবাসিক আসবাবপত্রের নগর শুনতে

CMGPublished: 2024-01-22 10:01:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার আগে, কুয়াংতং প্রদেশের শুনতে এলাকার অর্থনীতি নির্ভর করতো কৃষি, মত্স্য ও টেক্সটাইল শিল্পের ওপর। কিন্তু সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার পর, শুনতে এলাকার শিল্পে পুরোপুরি পরিবর্তন ঘটে; বিশেষ করে, বাড়িতে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ও আসবাবপত্র উত্পাদনের ক্ষেত্রে। ২০০৬ সালের অক্টোবরে শুনতে এলাকা 'চীনের আবাসিক আসবাবপত্র নগর' খেতাব লাভ করে। মাইডি, হাইসেন্স ও গালেনজসহ বিভিন্ন বিখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডের কারখানা শুনতে এলাকায় অবস্থিত। শুনতে এলাকার হোম অ্যাপ্লায়েন্স উত্পাদনের সামর্থ্য অগ্রণী শিল্প নকশার সঙ্গে সংগতিপূর্ণ।

২০১০ সালের ৭ সেপ্টেম্বর চীনের বৃহত্তম শিল্প ও নকশা ঘাঁটি শুনতে বেইজিয়াওতে খোলা হয়। শুনতে শিল্প ও নকশা ঘাঁটি চুচিয়াং ব-দ্বীপ এলাকার শিল্প ও শহরের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

শুনতেতে কুয়াংতং প্রদেশের শিল্প ও নকশার ঘাঁটি নির্মাণের কারণ সম্পর্কে প্রদেশের শিল্প ও নকশা ঘাঁটি'র চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কমিটির সম্পাদক স্যিয়াও চি ফেং বলেন, 'ঘাঁটিটি শুনতে এলাকার বেইজিয়াও থানায় অবস্থিত। চীনে শুনতেকে হোম অ্যাপ্লায়েন্স উত্পাদনের নগর' বলে আখ্যায়িত করা হয়। এলাকাটি কৃষিনির্ভরতা কাটিয়ে শিল্পনির্ভর হয়ে উঠেছে। সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার প্রথম দিকে আমরা থানার প্রতিষ্ঠানের সম্পত্তি অধিকারের সংস্কার করেছিলাম। ২০ বছরেরও বেশি সময় ধরে আমরা মাইডি ও গেলেজসহ ধারাবাহিক বিখ্যাত ব্র্যান্ড গড়ে তুলেছি। বিশেষ করে বেইজিয়াও থানায় সম্পূর্ণ ও অগ্রণী হোম অ্যাপ্লায়েন্স শিল্প রয়েছে। এটি হল কুয়াংতং শিল্প ও নকশা ঘাঁটি এখানে নির্মাণের কারণ।'

স্যিয়াও চি ফেং বলেন, কুয়াংতং শিল্প ও নকশা ঘাঁটি ২০০৮ সালে খোলা হয়। সে বছর বেইজিয়াও থানার শিল্প উত্পাদনের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন ইউয়ান আরএমবি, যা ছিল তখনকার চীনের একটি শহরের মান। শুনতে এলাকায় আগে প্রধান শিল্প ছিল প্রক্রিয়াজাতকরণ শিল্প। নিজের ব্র্যান্ড ও নকশা ছিল না। সেজন্য আগে শুনতে'র প্রতিষ্ঠানগুলো শিল্প-চেইনে নিম্ন পর্যায়ে ছিল। কিন্তু নকশা শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল। সেজন্য শুনতে শিল্পের নকশার মাধ্যমে কাঠামো পরিবর্তন করার চেষ্টা করতে থাকে। শুনতে একদিকে গবেষণা ও বিক্রির ব্যবস্থা উন্নত করে, অন্যদিকে আঞ্চলিক উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn