বাংলা

ফুল চাষ করে স্বচ্ছল হয়েছে ইউননান তৌনান

CMGPublished: 2023-12-11 11:27:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তৌনান গ্রামে বিগত কয়েক দশকে ব্যবসার কাঠামোতেও সংস্কার সাধিত হয়েছে। গ্রামে নেদারল্যান্ডস্ থেকে ফুল নিলাম-কৌশল এসেছে। খুনমিং আন্তর্জাতিক ফুল নিলামকেন্দ্রের মহাব্যবস্থাপক চাং লি বলেন, উন্মুক্ত ও স্বচ্ছ বিডিংয়ের মাধ্যমে ফুল বিক্রি হয়। চাং লি বলেন, "চাষীদের কাজ হচ্ছে কেবল ফুলের চাষে করা ও উত্পাদিত ফুলের মান উন্নয়নের জন্য চেষ্টা করা। তাঁরা বিক্রি নিয়ে চিন্তামুক্ত। ১০ হাজারেরও বেশি চাষীকে প্রতিদিন বাজারে আসতে হয় না। তাঁরা শুধু নিজ নিজ বাড়িতে ফুল প্যাকিং করেন। আমরা বিশেষ গাড়ি পাঠিয়ে তাঁদের কাছ থেকে ফুলগুলো সংগ্রহ করে আনি।"

বর্তমানে তৌনান আন্তর্জাতিক ফুল-বাজার ও ফুলকেন্দ্রে পরিণত হয়েছে। এশিয়া, এমনকি বাকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুল-ব্যবসায়ীরা তৌনান ফুল-বাজারে ব্যবসা করেন। তৌনান গ্রামের ফুল চীনের ৮০টিরও বেশি বড় ও মাঝারী আকারের শহরের ৭০ শতাংশ বাজার দখল করে আছে। গ্রামটির ফুল ৪৬টি দেশ ও অঞ্চলে রফতানি হয়। বাজারটি টানা ২০ বছর ধরে ফুল-উত্পাদন ও ব্যবসায় চীনের এক নম্বর স্থানে রয়েছে।

কিন্তু তৌনান গ্রামবাসীদের কাজের গতি কখনো কম হয়নি। তৌনান এখন নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। তৌনান আন্তর্জাতিক ফুল শিল্প ক্ষেত্রের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ফান শেং থিয়ান বলেন, "ভবিষ্যতে তৌনান হবে আমাদের সমগ্র ইউননান প্রদেশের প্রতীক। তৌনানএ ফুল ফোটার শব্দ শোনা যায়, ফুলের সুগদ্ধ পাওয়া যায়। এখানে এলে মনে হয় ফুলের জন্মস্থানে এসেছি। আমরা এখানে থাকার ও ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে চাই এবং সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি।"

এ পর্যন্ত তৌনানে ২ হাজারেরও বেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলো ফুল ব্যবসার সঙ্গে জড়িত। এখানে ফুল চাষের পাশাপাশি, ফুলের প্যাকিং, পরিবহন, ও গবেষণা হয়। ফুলকে কেন্দ্র করে এখানে পর্যটনশিল্পও উন্নত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালের শেষ দিকে তৌনান শুধু যে জাতীয় পর্যায়ের বৈশিষ্ট্যময় নগরে পরিণত হবে, তা নয়; বরং এশিয়া ও বিশ্বের প্রথম পর্যায়ের ফুল বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn